Actor Dev Update: কবে মুক্তি পাবে 'ধূমকেতু'? জানিয়ে দিলেন দেব
বড়দিনের আগেই মুক্তি পেয়েছে 'টনিক'। মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এমনকি রাজ্যে নতুনভাবে করোনাবিধি জারি হওয়ার পরও যে শো হাউজফুল যাচ্ছে, তা নিজেই জানিয়েছিলেন দেব।
কলকাতা: শ্যুটিং শেষ হয়ে গেলেও নানা কারণে আটকে রয়েছে দেবের ছবি 'ধূমকেতু'র (Dhumketu) মুক্তি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে জুটিতে দেখা যাবে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। প্রথমবার যখন এই ছবির পোস্টার সামনে আসে, নেট নাগরিকদের চমকে দেয় দেবের লুক। বলে না দিলে বিশ্বাস করা সম্ভব নয় এমন লুকে দেখা যাবে দেবকে (Dev)। কিন্তু নানা কারণে এই ছবির মুক্তি আটকে রয়েছে। সম্প্রতি এই ছবির মুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মুখ খুললেন দেব।
আরও পড়ুন - Anushka's Chakda Express Look: 'ঝুলন' রূপে হাজির অনুষ্কা, লুক দেখে কী বলছে নেট দুনিয়া?
বড়দিনের আগেই মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি 'টনিক'। মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এমনকি রাজ্যে নতুনভাবে করোনাবিধি জারি হওয়ার পরও যে শো হাউজফুল যাচ্ছে, তা নিজেই জানিয়েছিলেন দেব। আবার বছরের শুরুতেই আগামী ছবি 'প্রজাপতি'র ঘোষণা করেন অভিনেতা। পাশাপাশি ঘোষণা করেন যে, সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর পুজোতে মুক্তি পেতে পারে তাঁর এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি 'কাছের মানুষ'। কিন্তু 'ধূমকেতু' কবে মুক্তি পাবে? সে প্রসঙ্গে দেব সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'গত দু দিন ধরে আমার সোশ্যাল মিডিয়ায় 'ধূমকেতু'র মুক্তি নিয়ে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। প্রত্যেকের মতো আমিও চাই ছবিটা দ্রুত মুক্তি পাক। কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছেও এখনও পর্যন্ত কোনও খবর নেই যে ছবিটা কবে মুক্তি পাবে।'
ফের বেড়েছে করোনা পরিস্থিতি। সংক্রমণ বাড়ছে হু হু করে। দেব নিজেও করোনা সংক্রমিত। এবং আইসোলেশনে রয়েছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা যদি বাড়ির বাইরে বেরোন, তাহলে প্রত্যেকে মাস্ক পরে থাকুন। তাতে নিজে এবং প্রিয়জনেরা সুস্থ থাকবেন। আমি একদম ঠিক আছি। এখন আর তেমন বড় কোনও উপসর্গ নেই। প্রত্যেকের প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ।'
টলিউডের একাধিক তারকা করোনা সংক্রমিত। একদিকে যেমন দেব ও তাঁর বান্ধবী রুক্মিনী মৈত্র করোনা আক্রান্ত, তেমনই টলিউডের একঝাঁক তারকা, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্ণো মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং আরও অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন।