লাল স্যুটে 'বিশ্বজয়' রুক্মিণী মৈত্রর, পোস্ট করলেন 'সনক'-এর প্রোমোশনের ছবি
বলিউডে পা রাখছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গতকালই মুক্তি পেয়েছে তাঁর প্রথম হিন্দি ছবি 'সনক'-এর ট্রেলার। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় বলি তারকা বিদ্যুৎ জামওয়ালকে।
![লাল স্যুটে 'বিশ্বজয়' রুক্মিণী মৈত্রর, পোস্ট করলেন 'সনক'-এর প্রোমোশনের ছবি Bengali actress Rukmini Maitra slaying in red pantsuit posts pictures from Sanak movie promotion লাল স্যুটে 'বিশ্বজয়' রুক্মিণী মৈত্রর, পোস্ট করলেন 'সনক'-এর প্রোমোশনের ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/06/f46ecda99fe9d6c41e2cca90eed333d2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: লাল স্যুটে নজর কাড়ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, 'লাল প্যান্টস্যুটে অনায়াসেই বিশ্ব জয় করছি।'
View this post on Instagram
View this post on Instagram
বলিউডে পা রাখছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গতকালই মুক্তি পেয়েছে তাঁর প্রথম হিন্দি ছবি 'সনক'-এর ট্রেলার। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় বলি তারকা বিদ্যুৎ জামওয়ালকে। লাল প্যান্টস্যুটে তাঁর এই সাজ নতুন ছবির প্রমোশনের জন্যই। আগামী ১৫ অক্টোবর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে 'সনক'। ছবিতে অন্যান্য প্রধান চরিত্রে দেখা যাবে বিদ্যুৎ জামওয়াল, নেহা ধুপিয়া, চন্দন রায় সান্যাল প্রমুখকে।
ট্রেলারটি শুরু হচ্ছে বিদ্যুৎ ও তাঁর স্ত্রী (রুক্মিণী)-এর কথোপকথন দিয়ে। স্ত্রীয়ের হৃদপিণ্ডে জটিল অস্ত্রোপচারের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই বেশ কিছু অস্ত্রধারী দুষ্কৃতী হাসপাতালে হামলা করে। নির্বিচারে মানুষ মারতেও যাদের দু'বার ভাবার প্রয়োজন পড়ে না। তবে গল্পের নায়ক আড়ালে থেকে সেই সকল দুষ্কৃতীদের কুপোকাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর মূল উদ্দেশ্য স্ত্রীকে রক্ষা করা, একইসঙ্গে হাসপাতালে আটকে পড়া সকলকেই উদ্ধার করা। নেহা ধুপিয়াকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। রোম্যান্টিক অ্যাকশন ঘরানার ছবির ট্রেলার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)