Bandhan: জিৎ-কোয়েলের ভালোবাসার 'বন্ধন' প্রাপ্তবয়স্ক হল
18 Years of Bandhan: নির্মাতাদের সোশ্যাল মিডিয়া তাই আজ নস্টালজিক। সেখানে ছবির নানা দৃশ্য থেকে একাধিক গান পোস্ট করা হয়েছে।
কলকাতা: বাংলা ছবি 'বন্ধন' (Bandhan)। নামটা শুনলেই দর্শকদের মনে ভেসে ওঠে জিৎ (Jeet) এবং কোয়েলের (Koel) জনপ্রিয় ছবির গান থেকে নানা দৃশ্য। ২০০৪ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় এই ছবি। তারপর দেখতে দেখতে কেটে গেল ১৮ বছর। আজ জিৎ-কোয়েলের 'বন্ধন' প্রাপ্তবয়স্ক হল। নির্মাতাদের সোশ্যাল মিডিয়া তাই আজ নস্টালজিক। সেখানে ছবির নানা দৃশ্য থেকে একাধিক গান পোস্ট করা হয়েছে।
">
'বন্ধন' ছবির ১৮ বছর-
এদিন নির্মাতারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বন্ধন' ছবির ১৮ বছর উপলক্ষে একাধিক পোস্ট করেছে। ছবির গানগুলি দুর্দান্ত সাফল্য পায়। দর্শকদের কানে আজও বাজে 'তোকে নিয়ে বাঁচব আমি' থেকে 'সে ছিল বড়ই আনমনা' কিংবা 'বসে বসে ভাবি আমি সারাদিন' অথবা 'কিছু হাসি কিছু আশা'। কোন গানটা ছেড়ে কোন গানটার কথা বলবেন। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে সবকটা গানই ব্যাপক জনপ্রিয় ১৮ বছর পরও। নির্মাতাদের পক্ষ থেকে জিৎ-কোয়েল জুটির একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে ভালোবাসা জানানো হয়েছে। আর সেখানে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। জিৎ-কোয়েল জুটিকে যে তাঁরা কতটা ভালোবাসেন, তা প্রমাণ দিয়েছেন কমেন্ট বক্সে। এই জুটিকে তাঁরা ফের দেখতে চান বলেও জানিয়েছেন।
">
আরও পড়ুন - Happy Birthday John Abraham: পঞ্চাশে পা জন আব্রাহামের, কোন ডায়েটে নিজেকে ফিট রাখেন? ভাঙলেন রহস্য
'বন্ধন' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় জিৎ এবং কোয়েলকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, সোমা দে, বিশ্বজিৎ চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় এবং আরও অনেকে। আজকের দিনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন এই ছবিতে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিসেবে। সব মিলিয়ে পারিবারিক এবং ভালোবাসার ছবি 'বন্ধন' ১৮ বছর পরও একইভাবে দর্শকদের মনে জায়গা ধরে রেখেছে।