'Bhagar' Trailer Out: ২০১৮ সালের স্মৃতি উস্কে প্রকাশ্যে এল 'ভাগাড়'-এর ট্রেলার, মুক্তির দিন ঘোষণা
'Bhagar': এদিন ট্রেলার প্রকাশ্যে এল 'ভাগাড়'-এর। আগেই শোনা গিয়েছিল সিরিজ মুক্তি পাবে অগাস্টের শেষের দিকে। এদিন ঘোষণা করা হল মুক্তির তারিখ। ৩১ অগাস্ট থেকে ওয়েব সিরিজটি দেখা যাবে 'ক্লিক'-এ।
কলকাতা: প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) 'ক্লিক'-এর (Klikk) আগামী রিলিজ 'ভাগাড়'-এর ট্রেলার (Bhagar Trailer Out)। পরিচালনায় রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh)। নজর কাড়ল ট্রেলার।
মুক্তি পেল 'ভাগাড়' ট্রেলার
কালো স্ক্রিন। শুধু নেপথ্য কণ্ঠ ও অ্যাম্বুলেন্সের সাইরেনে গায়ে কাঁটা দিতে পারে। বলতে শোনা যাচ্ছে, '২০১৮। কেঁপে উঠেছিল সারা বাংলা। কারণ একটাই। ভাগাড়।' তারপরই কিছু দৃশ্যের কোলাজ। চোখের সামনে যেন এক লহমায় ভেসে ওঠে সেই পচা মাংসের ছবির স্মৃতি। যা নিয়ে ভুগেছিল গোটা বঙ্গবাসী। আর সেই ভয়াবহ ঘটনা এবার ওয়েব সিরিজে। 'ভাগাড়কাণ্ড'-এর সঙ্গে জড়িয়ে পড়া একাধিক মানুষের গল্প নিয়ে সিরিজে গেঁথেছেন পরিচালক রাজদীপ ঘোষ।
এদিন ট্রেলার প্রকাশ্যে এল 'ভাগাড়'-এর। আগেই শোনা গিয়েছিল সিরিজ মুক্তি পাবে অগাস্টের শেষের দিকে। এদিন ঘোষণা করা হল মুক্তির তারিখ। ৩১ অগাস্ট থেকে ওয়েব সিরিজটি দেখা যাবে 'ক্লিক'-এ।
View this post on Instagram
ট্রেলারের পরতে পরতে ফুটে উঠেছে, রাগ, ঘৃণা, হতাশা, দুঃখ, খুন, লালসা, কুকর্মের নিদর্শন। টানটান সিরিজে দর্শকদের বাঁধতে তৈরি পরিচালক। অভিনয়ে দেখা যাবে, সব্যসাচী চৌধুরী, রজতাভ দত্ত, ঐন্দ্রিলা শর্মা, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য ও সুমন্ত মুখোপাধ্যায়কে।
সিরিজের গল্প এক ঝলকে
২০১৮ সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা। সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন। তারপর থেকেই কার্যত ভীতু, মেরুদণ্ডহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার স্ত্রী পুষ্প। পুরুষত্বে যে বড় অভাব পরেশের মধ্যে। তাই স্বামীর সামনেই পাড়ার কানা বাপির সঙ্গে শারীরিক মিলনে দ্বিধাবোধ করে না সে। ঘটনায় ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় পরেশ। সব জ্বালা জুড়োতে একদিন তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু সে যে বড় ভীতু। একাধিকবার চেষ্টা করে আত্মহত্যা করার। আর তার সমস্ত চেষ্টা পর-পর ব্যর্থ হতে থাকে। সেই সময়ই তার চোখে পড়ে খবরের কাগজের একটি প্রতিবেদন। এক ব্যক্তি সুপারি কিলার দিয়ে নিজেই নিজেকে খুন করার সুপারি দিয়েছে। ৫০ হাজার টাকার বিনিমনে বেছে নিয়েছে 'সহজ মৃত্যুর রাস্তা'। সে খোঁজ করতে থাকে সুপারি কিলারের। অন্যদিকে, জনপ্রিয় ইউটিউবার অনির্বাণ তার নিজস্ব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়ে খোঁজ পায় এক জাল বেবিফুড কারখানার। সেই কারখানার মালিক ইকবাল শাহেরিয়াকে দেখেই চমকে ওঠে সে। মনে পড়ে যায় তার, এই ইকবাল শাহেরিয়া তো আসলে নোনাডাঙা ভাগাড় কাণ্ডে পচা মাংসের কারবারে গ্রেফতার হওয়া কুখ্যাত সমাজবিরোধী ইদ্রিস আলি। সে একদিকে যেমন সুপারি কিলার। তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা। এদিকে তার কাছেই নিজেকে খুনের সুপারি দিতে আসে পরেশ। মৃত্যুর রফা হয় ৫০ হাজার টাকায়। মৃত্যুর আগে শেষ খাওয়া খেয়ে নিতে ফুটপাথের এক হোটেলে ঢোকে সে। সেখানেই পরেশকে লক্ষ্য করে গুলি চালায় ইকবালের গুন্ডারা। কিন্তু গুলি গিয়ে লাগে অন্য এক ব্যক্তির গায়ে। চোখের সামনে অন্য এক ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখতে গিয়ে মৃত্যু কতটা ভয়ঙ্কর তা টের পায় পরেশ। তার মন বদলে যায়। এখন মরতে নয় বাঁচতে চায় সে। কী হবে এবার?
আরও পড়ুন: Sonam Kapoor Anand Baby: সোনম-আনন্দের ঘরে নতুন সদস্য, শুভেচ্ছায় ভাসল সোশ্যাল মিডিয়া
একদিকে পরেশের পিছনে পড়ে গিয়েছে সুপারি কিলার। অন্যদিকে, অনির্বাণকে সামলাতে মাঠে নামেন ইনস্পেক্টর লাহা। জাল বেবিফুডের ভিডিও ফুটেজ যদি একবার সামনে আসে, তাহলে অনেকের মুখোশ খুলে যাবে। কী হবে এবার? অনির্বাণ কি পারবে ইকবাল ও লাহার সমস্ত পরিকল্পনা ফাঁস করতে? কীভাবে ঘটেছিল ভাগাড় কাণ্ড? সব প্রশ্নের উত্তর দেবে 'ভাগাড়'।