এক্সপ্লোর
Advertisement
সতী ও জহর প্রথাকে মহিমান্বিত করেছেন, জবাব দিতে হবে বনশালীকে, দাবি স্বরা ভাস্করের
মুম্বই: পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে ‘পদ্মাবৎ’-এ সতী ও জহর ব্রতকে ‘হঠকারীভাবে মহিমান্বিত’ করার অভিযোগ আনলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি বনশালীর উদ্দেশে খোলা চিঠিতে লিখেছেন, ‘স্বাধীন ভারতে ভারতীয় সতী প্রতিরোধ আইনে (১৯৮৮) বলা হয়েছে, সতী প্রথাকে মহিমান্বিত করা এবং এক্ষেত্রে সাহায্য বা পৃষ্টপোষকতা দণ্ডনীয় অপরাধ। আপনি হঠকারীভাবে এই ধরনের অপরাধকে গৌরবান্বিত করেছেন। এর জবাব দিতে হবে। টিকিট কেটে আপনার ছবি দেখতে যাওয়া দর্শক হিসেবে আপনি কীভাবে এবং কেন এটা করলেন? সেই জবাব চাওয়ার অধিকার আমার আছে।’
বনশালীর উদ্দেশে স্বরা আরও বলেছেন, ‘আপনার ছবি অনুপ্রেরণামূলক, শিল্পানুগ ও শক্তিশালী। এই ছবি দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। শেষ দৃশ্যে যখন লাল পোশাক পরা মহিলারা যখন মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন, সেটা দেখে দর্শকরা পলক ফেলতে পারেন না। তাঁরা আপনার এই কাজের প্রশংসা করতে বাধ্য। এই দৃশ্য দর্শকদের চিন্তা-ভাবনা প্রভাবিত করে। আপনি ছবিতে যেটা দেখিয়েছেন, সেটার জন্য আপনিই দায়ী।’
স্বরা আরও বলেছেন, ‘ধর্ষিতা হওয়ার পরেও মহিলাদের বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু বনশালীর ছবির শুরুতে সতী বা জহরের প্রতি সমর্থন না থাকার কথা বলার পরেও, দু’ঘণ্টা ৪৫ মিনিট ধরে রাজপুতদের সম্মান ও মহিলাদের সাহসিকতা তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে, সম্মাননীয় রাজপুত মহিলারা স্বামী ছাড়া অন্য পুরুষদের যারা ঘটনাচক্রে মুসলিম স্পর্শের বদলে হাসিমুখে আগুনে পুড়ে মৃত্যু বেছে নিচ্ছেন। মহিলাদের মর্যাদা ও পবিত্রতা শুধু যৌনাঙ্গে থাকে না।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement