Bharti Singh: সার্থক কমেডি কুইন, মা হতে চলার খবর অভিনব কায়দায় দিলেন ভারতী সিংহ
হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বিয়ের পর থেকে ভারতী সিংহের মা হতে চলার গুঞ্জন শোনা গিয়েছে। অবশেষে তিনি ঘোষণা করলেন যে, হ্যাঁ, তাঁদের জীবনে প্রথম সন্তান আসতে চলেছে।
মুম্বই: গত কয়েকদিন ধরেই জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংহের (Bharti Singh) মা হতে চলার খবর কান পাতলেই শোনা যাচ্ছিল। গুঞ্জন আরও জোরাল হয়, যখন স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে কিছু ছবি তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন। সেই ছবিতেই ভারতীর বেবি বাম্প লক্ষ করেন নেটিজেনরা। তাঁরা কমেন্টে কমেডি কুইনকে জিজ্ঞাসাও করেন যে, তাহলে কি মা হতে চলেছেন ভারতী? মা হতে চলার খবর ছড়ানোর প্রসঙ্গে ভারতী সিংহকে জিজ্ঞাসা করা হলে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এই খবরকে স্বীকারও করছেন না আবার অস্বীকারও করছেন না। যখন সঠিক সময় আসবে তখন এই প্রসঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। তার সঙ্গে আরও বলেন, 'এটা কোনও লুকিয়ে রাখার বিষয় নয়। কেউ লুকিয়ে রাখতেও পারে না। তাই যখন কিছু জানানোর প্রয়োজন হবে, প্রকাশ্যেই জানাবো'। ভারতী সিংহের এমন প্রতিক্রিয়ায় তাঁর মা হতে চলার খবর আরও জোরাল হয়। অবশেষে অভিনব কায়দায় মা হতে চলার ঘোষণা করলেন তিনি।
হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বিয়ের পর থেকে ভারতী সিংহের মা হতে চলার গুঞ্জন শোনা গিয়েছে। অবশেষে তিনি ঘোষণা করলেন যে, হ্যাঁ, তাঁদের জীবনে প্রথম সন্তান আসতে চলেছে। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন ভারতী। ভিডিও শুরু হতেই দেখা যাচ্ছে, ভারতী সিংহ বাথরুমে রয়েছেন। ভিডিওতে কমেডিয়ানকে বলতে শোনা যাচ্ছে যে, 'গত ৬ মাস ধরে আমি প্রেগনেন্সি টেস্ট করছি এমনই ক্যামেরার সামনে। যাতে সবথেকে আনন্দের মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারি।' ভিডিওতে ভারতী সিংহকে প্রেগনেন্সি কিটের মাধ্যমে টেস্ট করতে দেখা যায়। দেখা যায় তিনি, ক্যামেরার সামনে বসে রয়েছেন। আর পাশে রয়েছে প্রেগনেন্সি কিট। হঠাৎই তিনি প্রেগনেন্সি কিটের দিকে তাকান এবং দেখেন রিপোর্ট পজেটিভ, তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। এই মুহূর্তটাই ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন ভারতী।
আরও পড়ুন - Bollywood Updates: চলতি বছর গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে কোন বলিউড ছবি?
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেগনেন্সি টেস্টের পর নিজস্ব কায়দায় কমেডি শুরু করেন ভারতী। ঘুমিয়ে থাকা হর্ষের সামনে তিনি বলেন, 'কী করে বলব এটা ওর সন্তান নয়!' পরক্ষণেই বলেন, 'এটা আমাদের দুজনের সন্তান'। ভারতী সিংহের দেওয়া খুশির খবরে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলের পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলেও পোস্ট করেছেন তিনি। প্রসঙ্গত, কমেডি কুইনের এক ঘনিষ্ঠ সূত্র থেকে আগেই দাবি করা হয়েছিল যে, এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন ভারতী। বর্তমানে সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। মা হওয়ার একেবারে প্রথম পর্যায়ে রয়েছেন তিনি। তাই শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে তাঁকে। অবশেষে নিজের সুখবরটা দিলেন অনুরাগীদের।