Bharti Singh: লাবুবু বাড়িতে আনতেই রহস্যময় আচরণ করছে ছেলে, আতঙ্কে পুতুল পুড়িয়ে ফেললেন ভারতী সিংহ
Bharti Singh on Labubu: সদ্য নিজের ভ্লগে একটি বিস্তারিত ভিডিও শেয়ার করেছেন ভারতী। সেখানে তাঁকে দেখা গিয়েছে, একটি লাবুবু পুতুল পোড়াতে

কলকাতা: গোটা দেশ, এমনকি বিদেশ ও এখন লাবুবু পুতুলের প্রেমে মজেছে। লাবুবু একটি বিশেষ ধরনের পুতুল, যেটা আকারে বেশ ছোট। সাধারণ ব্যাগে, চাবির রিং হিসেবে অনেকে এই পুতুল ঝোলাচ্ছেন। অনেক সিনেমার সঙ্গে যুক্ত মানুষেরাও মজেছেন লাবুবুর প্রেমে। সদ্যই উর্বশী রাউতেলা (Urvashi Rautela) উইম্বেলডনে গিয়েছিলেন একটি ব্যাগ নিয়ে। সেই ব্যাগে ভর্তি ছিল লাবুবু পুতুল। তবে কেবল উর্বশী নন, একাধিক তারকাই মজেছেন লাবুবুর প্রেমে। বাংলার ঋতাভরী চক্রবর্তী ও মিমি চক্রবর্তী ও লাবুবু দিয়ে ছবি দিয়েছেন। তবে অনেকে আবার বলছেন, এই লাবুবু পুতুল নাকি অপয়া। অনেকে, যাঁরা লাবুবু কিনেছেন, তাঁরা নাকি ভুগছেন বিভিন্ন সমস্যায়। অনেকের শরীর খারাপ হচ্ছে, অনেকে আবার বিভিন্ন সমস্যায় ভুগছেন। আর এবার, নিজের ব্লগে এমনই একটি সমস্যার কথা তুলে ধরলেন কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh)। লাবুবু-র প্রভাব নাকি পড়ছে তাঁর ছেলে 'গোলা'-র ওপর!
সদ্য নিজের ভ্লগে একটি বিস্তারিত ভিডিও শেয়ার করেছেন ভারতী। সেখানে তাঁকে দেখা গিয়েছে, একটি লাবুবু পুতুল পোড়াতে। লাবুবু পুতুল যথেষ্ট জনপ্রিয়, সেই সঙ্গে বেশ দামি ও। ভারতীকে এভাবে শখের পুতুল পোড়াতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা। ইউটিউবে ভারতীর লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে। তাঁরা সবাই অবাক হয়ে গিয়েছিলেন ভারতীর এই ভিডিও দেখে। তবে সেই ভিডিওতেই ভারতী জানিয়েছিলেন, তাঁর লাবুবু পুতুল পুড়িয়ে ফেলার কারণ। কমেডিয়ান জানিয়েছেন, যবে থেকে তিনি লাবুবু পুতুল বাড়িতে এনেছেন, তবে থেকে তাঁর একমাত্র ছেলে গোলা ভীষণ অদ্ভুত আচরণ করছে। সে এমন সব ব্যবহার করছে, এমন সব দুষ্টুমি করছে, যা আগে কখনও করেনি।
লাবুবু ভাল না খারাপ, তাই নিয়ে মতপার্থক্য রয়েছে। অনেকেই মনে করছেন, লাবুবু আসলে বাড়িতে নেতিবাচক এনার্জি টেনে আনে। সেই কারণেই এই পুতুল বাড়িতে রাখা ঠিক নয়। অনেকের এই পুতুল কেনার পরে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। একই পথে হেঁটে, ভারতীও মনে করেছেন, এই পুতুলের খারাপ প্রভাব পড়েছে তাঁর ছেলে গোলা-র ওপরেও। অদ্ভুত সব ব্যবহার করছে গোলা। ভারতীর মনে হয়েছে, এই পুতুল পুড়িয়ে দিলেই গোলার সব অদ্ভুত বদমাইশি কমে যাবে। সেই কারণেই ভারতী এই পুতুলটি পুড়িয়ে দিয়েছেন।






















