‘বিগ বস’-এ প্রতিযোগী বিতর্কিত রাধে মা
ভক্তদের কোলে বসিয়ে তাঁদের জড়িয়ে ধরে চুম্বন করে নাকি ‘আর্শীবাদ’ করেন রাধে মা...
মুম্বই: সলমন খানের হোস্ট করা ‘বিগ বস ১৪’ শোয়ে এবার প্রতিযোগী হিসেবে আসতে চলেছেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। আর এই খবরেই বাজার জমজমাট। উল্লেখ্য, এক সময়ে মধুচক্রের গোপন ডেরায় যৌন নির্যাতনে যুক্ত থাকার জন্য একদা অভিযুক্ত হয়েছিলেন রাধে মা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাধে মা’র একটি ভিডিও। আর তাতেই প্রতিযোগী হিসেবে রাধে মা’র ‘বিগ বস’-এ প্রবেশ নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।
কে এই রাধে মা? ৫৫ বছরের স্বঘোষিত ধর্মগুরু রাধে মা’র আসল নাম সুখবিন্দর কৌর । স্কুলের পড়াশোনা চতুর্থ শ্রেণি অবধি। বছর কুড়ি বয়সে নিজেকে ধর্মগুরু বলে ঘোষণা করেন রাধে মা।
কখনও হিন্দি সিনেমার চটুল গানের সঙ্গে আপত্তিকর নাচ, কখনও আবার থানায় ঢুকে পুলিশ অফিসারের চেয়ারে বসে পড়া, কখনও আবার স্বল্প পোশাকে তোলা ছবি ভাইরাল হয়ে যাওয়া। বরাবর বিতর্কই তাঁর নিত্যসঙ্গী।
দাবি, ভক্তদের কোলে বসিয়ে তাঁদের জড়িয়ে ধরে চুম্বন করে নাকি ‘আর্শীবাদ’ করেন রাধে মা। তা নিয়েও বিতর্ক কিছু কম হয়নি। নিজের ভাবমূর্তি শোধরাতে ওয়েব সিরিজ ‘রাহ দে মা’ তৈরি করেছিলেন। তাতে আবার সমকামিতার মতো বিষয় তুলে ধরা হয়েছিল। এবার সূত্রের খবর মানলে ‘বিগ বস’-র শরণাপন্ন হয়েছেন স্বঘোষিত ধর্মগুরু। তাতেই দর্শকদের উৎসাহ বেড়েছে।
প্রসঙ্গত, ‘বিগ বস’-শোয়ে স্বঘোষিত ধর্মগুরুর যোগদান এই প্রথম অবশ্য নয়। এর আগে দশম সিজনে দেখা গিয়েছেন স্বামী ওমকে। রিয়ালিটি শোয়ে যতদিন ৬২ বছরের স্বঘোষিত ধর্মগুরু ছিলেন, দর্শকদের বিনোদনে কোনও ঘাটতি ছিল না।
৮১ দিনের মাথায় শো থেকে বের হতে হয়েছিল তাঁকে। তাতে অবশ্য তাঁর ক্ষতি হয়নি।মিলে গিয়েছিল নেগেটিভ পাবলিসিটি।