Bobby Deol Birthday: 'লর্ড ববি'কে জন্মদিনের শুভেচ্ছা সানি দেওলের, শেয়ার করলেন একগুচ্ছ ছবি
Happy Birthday Bobby Deol: নিজের জন্মদিনে নতুন ছবির পোস্টার ও লুক প্রকাশ করলেন ববি দেওল। আজ তাঁর জন্মদিনে প্রকাশ্যে এল 'কাঙ্গুভা' (Kanguva) ছবিতে অভিনেতার লুক।
![Bobby Deol Birthday: 'লর্ড ববি'কে জন্মদিনের শুভেচ্ছা সানি দেওলের, শেয়ার করলেন একগুচ্ছ ছবি Bobby Deol Birthday: Sunny Deol wishes his ‘lil Lord Bobby’ on his birthday, shares lovely pics Bobby Deol Birthday: 'লর্ড ববি'কে জন্মদিনের শুভেচ্ছা সানি দেওলের, শেয়ার করলেন একগুচ্ছ ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/27/6baa65289487c4aa664bff8f0d0749081706335972236229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: শনিবার, ২৭ জানুয়ারি, ৫৫তম জন্মদিন পালন করছেন বলিউড অভিনেতা ববি দেওল (Happy Birthday Bobby Deol)। ভাইয়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা জানালেন অভিনেতা সানি দেওল (Sunny Deol)। শেয়ার করলেন কিছু ক্যান্ডিড ছবি। একটি ছবিতে দেখা গেল প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) পোজ দিয়েছেন ছেলের সঙ্গে।
ববির জন্মদিনে সানির শুভেচ্ছা
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করলেন সানি দেওল। ক্যাপশনে লিখলেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট লর্ড ববি।' প্রথম ছবিতে দেখা গেল আলিঙ্গনে আবদ্ধ দুই ভাই। এরপরের একটি ছবিতে দুই ভাইকে দেখা গেল 'কফি উইথ কর্ণ সিজন ৮'-এর সেটে। এরপরের ছবিতে বাবা ধর্মেন্দ্রর হাত ধরে দুই ছেলেকে দেখা গেল। শেষ দুটি ছবিতে ফের দুই ভাইকে একসঙ্গে দেখা যাচ্ছে।
সানি দেওলের পোস্টে ববি দেওলকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। কেউ লিখলেন, 'হ্যাপি বার্থডে ববস! অনেক ভালবাসা।' আবার কেউ লিখলেন, 'সবচেয়ে ভাল মানুষকে জন্মদিনের শুভেচ্ছা।' একজন লেখেন, 'আপনার পরিবার আমার প্রিয় পরিবার'।
View this post on Instagram
প্রসঙ্গত, নিজের জন্মদিনে নতুন ছবির পোস্টার ও লুক প্রকাশ করলেন ববি দেওল। গত বছর শেষের দিকে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কপূর, ববি দেওল অভিনীত 'অ্যানিম্যাল'। প্রবল সমালোচিত হলেও ছবিতে ভূয়সী প্রশংসা পান আব্রার হকের চরিত্রে ববি দেওল। আজ তাঁর জন্মদিনে প্রকাশ্যে এল 'কাঙ্গুভা' (Kanguva) ছবিতে অভিনেতার লুক। এটি তামিল ফ্যান্টাসি অ্যাকশন ছবি যেখানে মোট ৬ চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা সূরিয়াকে।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)