এক্সপ্লোর
''তখন আমি ১৭-১৮, বিশ্বাস করতাম, সুযোগ নিতে চেয়েছিলেন এক 'গুরু','' বিস্ফোরক 'আশ্রম' অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা
ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। এরমধ্যে ববি দেওল অভিনীত ওয়েব সিরিজ 'আশ্রম' নিয়ে এখন আলোচনার কেন্দ্রে তিনি। পরিচালক প্রকাশ ঝা-র ওই ওয়েব সিরিজে তাঁর অভিনয় সবার প্রশংসা আদায় করে নিয়েছে।
![''তখন আমি ১৭-১৮, বিশ্বাস করতাম, সুযোগ নিতে চেয়েছিলেন এক 'গুরু','' বিস্ফোরক 'আশ্রম' অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা boby deol aashram actress anupriya goenka reveals a spiritual leader tried to take advantage of her at 18 ''তখন আমি ১৭-১৮, বিশ্বাস করতাম, সুযোগ নিতে চেয়েছিলেন এক 'গুরু','' বিস্ফোরক 'আশ্রম' অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/13200110/Untitled-rttu.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। এরমধ্যে ববি দেওল অভিনীত ওয়েব সিরিজ 'আশ্রম' নিয়ে এখন আলোচনার কেন্দ্রে তিনি। পরিচালক প্রকাশ ঝা-র ওই ওয়েব সিরিজে তাঁর অভিনয় সবার প্রশংসা আদায় করে নিয়েছে। সেই অনুপ্রিয়া জানিয়েছেন, এক আশ্রমের এক তথাকথিত বাবা-কে নিয়ে তাঁর দুঃসহ অভিজ্ঞতার কথা। সেই ঘটনা তাঁর মনে স্থায়ী ছাপ ফেলে দেয়।
অনুপ্রিয়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুপ্রিয়া বলেছেন, 'আমার বাবা খুবই আধ্যাত্মিক প্রকৃতির মানুষ ছিলেন। আধ্যাত্মিকতা বলতে আমার পরিভাষা ও তাঁর পরিভাষার ফারাক ছিল। আমার ঈশ্বরে বিশ্বাস রয়েছে। আমার কাছে আধ্যাত্মিকতা মানে আমি জীবনে কিছু সার্থক কাজ করতে সক্ষম। কিন্তু আমার বাবা আধ্যাত্মিকতা ছিল কোনও এক বাবাকে খুঁজে বের করা এবং জীবনে অন্য কাজ ছেড়ে নিজেকেই সেই আস্থার জন্য সমর্পণ করা। এটা বাস্তবে আমাদের পরিবারের খুবই ক্ষতি করেছে। এটা তাঁকে পিতার ভূমিকা, স্বামীর ভূমিকা থেকে দূরে রাখে'।
অনুপ্রিয়া আরও বলেছেন, 'আমার এক তথাকথিত আধ্যাত্মিক গুরুকে নিয়ে অভিজ্ঞতা রয়েছে, যিনি সুযোগ নিতে চেয়েছিলেন। আমি খুবই ছোট ছিলাম। তিনি এমন এক ব্যক্তি ছিলেন, যাঁকে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম। তাঁকে খুবই বাস্তবধর্মী ও যুক্তিযুক্ত মনে হত। আমার পুরো পরিবারই তাঁর ওপর আস্থা রেখেছিল। কিন্তু তিনি আমার ১৭-১৮ বছর বয়সে সুযোগ নিতে চেয়েছিলেন। আর এজন্য দীর্ঘদিন ধরে আমায় ভয় দেখিয়েছিলেন। স্বস্তির কথা যে, আমি তাঁকে সেই সুযোগ নিতে দিইনি। শেষপর্যন্ত তিনি হাল ছেড়ে পিঠটান দিয়েছিলেন'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)