Kakababur Protyaborton: 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর ট্রেলার শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা সুনীল শেট্টির
সদ্যই বলিউডের 'শাহেনশাহ' 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবির ট্রেলার শেয়ার করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভকামনা জানিয়েছেন। এবার প্রিয় 'বুম্বা'কে শুভেচ্ছা জানালেন আর এক বলিউড অভিনেতা সুনীল শেট্টি।
কলকাতা: আর মাত্র কয়েকদিন পরই দেশজুড়ে মুক্তি পাবে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton)। পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ছবিতে ফের দর্শক রাজা রায়চৌধুরির অ্যাডভেঞ্চার দেখতে পাবে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। তবে, এবার বিশেষভাবে উল্লেখ্য যে, ছবিটি শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পাবে হিন্দিতেও। তাই এই ছবির জন্য শুভেচ্ছা বার্তা আসছে জাতীয়স্তরেও।
সদ্যই বলিউডের 'শাহেনশাহ' 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবির ট্রেলার শেয়ার করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) শুভকামনা জানিয়েছেন। এবার প্রিয় 'বুম্বা'কে শুভেচ্ছা জানালেন আর এক বলিউড অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)।
আরও পড়ুন - Prosenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরিবারে নতুন সদস্য, খুদেকে কোলে নিয়ে আদর অভিনেতার
এদিন টুইটার হ্যান্ডলে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবির ট্রেলার শেয়ার করে সুনীল শেট্টি লিখেছেন, 'বুম্বা!! খুই উত্তেজিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবির ট্রেলার দেখে। তোমাদের সবাইকে এই ছবির সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। ঈশ্বর আশির্বাদ করুন।' সুনীল শেট্টির কাছ থেকে এমন শুভেচ্ছাবার্তা পেয়ে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও। তাঁদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'ধন্যবাদ সুনীল শেট্টি স্যর আপনার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানানোর জন্য।'
প্রসঙ্গত, বাংলার পর এবার হিন্দিতেও দাপট দেখাতে তৈরি 'কাকাবাবু'। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলার পাশাপাশি হিন্দিতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyabartan)। এসভিএফ প্রযোজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ((Prosenjit Chatterjee) ও আরিয়ান ভৌমিক পরিচালিত এই ছবি দুটি ভাষায় একই দিনে মুক্তি পাবে বড়পর্দায়। গত রবিবার মুক্তি পেয়েছে নতুন ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর নতুন গান। রূপম ইসলামের গাওয়া এই গানের কথা লিখেছেন শ্রীজাত। সুরের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা কাকাবাবু সিরিজের 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' গল্প অবলম্বনে তৈরি হয়েছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। আফ্রিকার জঙ্গলের প্রেক্ষাপটে কাকাবাবু আর সন্তুর অ্যাডভেঞ্চারের গল্প বুনেছেন সৃজিত মুখোপাধ্যায়।