Sonali Bendre OTT Debut: ডিজিট্যাল প্ল্যাটফর্মে সোনালি বেন্দ্রের আত্মপ্রকাশ, আসছে, 'দ্য ব্রোকেন নিউজ'
Sonali Bendre OTT Debut: ক্যানসার থেকে সেরে ওঠার পর এই প্রথম সোনালি বেন্দ্রে ক্যামেরার মুখোমুখি হবেন। ২০১৮ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে।
নয়াদিল্লি: এবার ডিজিট্যাল প্ল্যাটফর্মে (Digital Platform) আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে (Sonali Bendre)। সিরিজ 'দ্য ব্রোকেন নিউজ' (The Broken News) নামক সিরিজের হাত ধরে ডিজিট্যালে আসছেন তারকা অভিনেত্রী। জনপ্রিয় ব্রিটিশ সিরিজ 'প্রেস'-এর (Press) ভারতীয় সংস্করণ হবে এটি। ক্যানসার থেকে সেরে ওঠার পর এই প্রথম সোনালি ক্যামেরার মুখোমুখি হবেন। ২০১৮ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে।
ডিজিট্যালে সোনালি বেন্দ্রে
বিনয় বৈকুল পরিচালিত 'দ্য ব্রোকেন নিউজ' সিরিজে সোনালি বেন্দ্রে ছাড়াও দেখা যাবে জয়দীপ অহলাওয়াট, শ্রিয়া পিলগাওকর, ইন্দ্রনীল সেনগুপ্ত, তারুক রাইনা, আকাশ খুরানা ও কিরণ কুমার। শোটি মূলত মুম্বইয়ের দুটো প্রতিদ্বন্দ্বী সংবাদ চ্যানেল নিয়ে তৈরি হয়েছে। এক তরফে একটি স্বাধীন, নৈতিক সংবাদ চ্যানেল আওয়াজ ভারতী, অন্যদিকে জশ ২৪/৭, যারা চাঞ্চল্যকর এবং আক্রমণাত্মক সাংবাদিকতায় বিশ্বাসী। সংবাদের জন্য তাদের অনুসন্ধানে প্রধান চরিত্রগুলির মধ্যে কী ঘটে তাই দেখাবে এই সিরিজ।
এই প্রজেক্টটি দেখা যাবে জি ফাইভে। সিরিজটি জি ফাইভ এবং বিবিসি স্টুডিওজ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে।
View this post on Instagram
যুক্তরাজ্যের মূল সিরিজ 'প্রেস', পুরস্কার বিজয়ী লেখক মাইক বার্টলেট ('ডক্টর ফস্টার', 'কিং চার্লস III') দ্বারা তৈরি এবং তিনিই লিখেছেন। ২০১৮ সালে যুক্তরাজ্যের বিবিসি ওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পিবিএস মাস্টারপিস উভয় জায়গায় সম্প্রচারিত হয়েছিল। মূল সিরিজটি একটি টিভি নিউজরুমের পরিবর্তে একটি প্রিন্ট নিউজরুমে সেট করা হয়েছিল।
আরও পড়ুন: Kangana Ranaut: এক বিশেষ কারণে বিয়ে করতে পারছেন না কঙ্গনা
এই সিরিজের মুক্তির দিন ঘোষণাতেও খানিক ভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী বুধবার, বিভিন্ন নিউজ চ্যানেল জুড়ে প্রাইম-টাইম স্লটে 'দ্য ব্রোকেন নিউজ'-এর প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।