Rahool Tollywood Controversy: 'অনেক টেকনিসিয়ান্সরা নিজেদের কথা বলতে চায় কিন্তু ভয় পাচ্ছে', সোশ্যাল মিডিয়ায় পোস্ট মধুরার
Madhura Palit Facebook Post: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মধুরা লিখেছেন, 'পুরো ঘটনাটা পরিচালক বনাম টেকনিশিয়ান্সদের তৈরি করা হচ্ছে। আসলে কি সেটা তাই? টেকনিসিয়ান্সদের কত জন নিজের ইচ্ছায় বয়কট করেছেন?'
কলকাতা: টলিপাড়ার অচলাবস্থা কাটাতে আজ বৈঠকে বসেছিলেন পরিচালকেরা। কিন্তু টেকনিশিয়ানরা? তাঁদেরও আজ জমায়েত হওয়ার কথা ছিল, উদ্দেশ্য ছিল টলিউডে অচলাবস্থা কাটানো। এবার এই বিষয়ে মুখ খুললেন কান-জয়ী সিনেমাটোগ্রাফার মধুরা পালিত (Madhura Palit)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, নিজের বক্তব্য নিয়ে সাফ জবাব দিলেন মধুরা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মধুরা লিখেছেন, 'পুরো ঘটনাটা পরিচালক বনাম টেকনিশিয়ান্সদের তৈরি করা হচ্ছে। আসলে কি সেটা তাই? টেকনিসিয়ান্সদের কত জন নিজের ইচ্ছায় বয়কট করেছেন? আদৌ করে? টেকনিশিয়ান্সদের উপর যে গিল্ডের কী অবান্ত চাপ থাকে, সেটা যারা ভুক্তোভুগী করেছেন শুধু তারাই জানেন। যেটার বিরুদ্ধে কথা হচ্ছে সেটা পলিসি। পুরোনো নিয়ম আর অদ্ভুত ফালতু যুক্তি দিয়ে আজকের কাজের সিস্টেম নষ্ট করা। ২০ বছর আগের সিনেমা বানানোর টেকনোলজি,আর্থিক পরিকাঠামো আর ছবি তৈরীর কাজের ধারা পুরোটাই পাল্টে গেছে। সেই অনুযায়ী নিয়ম পাল্টাতে হবে। নতুন নিয়ম, নতুন লোক লাগবে যারা সিনেমা কি করে আসলে তৈরি হয় সেটা জানেন। যারা সেটে গিয়েছে। নিজের কাজ দিয়ে কথা বলেছে এরকম লোক। সহকারী পরিচালকের আছে কিন্তু শিডিউল কাকে বলে জানে না, এরকম নয়। অনেক টেকনিসিয়ান্সরা নিজেদের কথা বলতে চায় কিন্তু ভয় পাচ্ছে। যদি এই জন্য তাদের মার্ক করে সাসপেন্ড করে দেয়। টেকনিশিয়ান্সরা craftsmen, তারা শিল্পী। তাদের কে শ্রমিক জোর করে করা হচ্ছে।'
অন্যদিকে, আজও টলিপাড়ায় অচলাবস্থা অব্যাহত। সপ্তাহের শুরুর দিনেও বন্ধ রইল শ্যুটিং। সোমবার দুপুরে একটি বৈঠক দেখা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র বাড়িতে। সেখানে হাজির ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee), শ্রীকান্ত মোহতা, রাজ চক্রবর্তী (Raj Chakraborty), গৌতম ঘোষ (Gautam Ghosh), বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta), সুদেষ্ণা রায় (Sudeshna Roy), অনিরুদ্ধ রায়চৌধুরী (Aniruddha Roychowdhury), সুব্রত সেন ও অন্যান্যরা। সেখান থেকেও ডাক দেওয়া হয়েছে কাজ শুরু করার। বলা হয়েছে, টেকনিশিয়ান্সদের বৈঠকের মাধ্যমে যেন দ্রুত সমাধান সূত্রে আসে। এখন টেকনিশিয়ান্সরা কী জানাবেন সেই দিতে তাকিয়ে সবাই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।