Charu on Sushmita Sen: বিয়ে টিকিয়ে রাখা নয়, নিজের খুশিকে বেছে নিতে শিখিয়েছেন ননদ সুস্মিতাই, অকপট চারু
Charu on Sushmita Sen: সম্প্রতি একটি সাক্ষাৎকারে চারু জানিয়েছেন, সম্পর্কে টানাপোড়েনের সময় মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। চারু জানিয়েছেন, সেইসময় তিনি কাউকে ভরসা করতে পারতেন না।
মুম্বই: তাঁদের সম্পর্কের সমীকরণ বার বার উঠে এসেছে খবরের শিরোনামে। বিয়ে ভাঙতে ভাঙতেও ফের সম্পর্কে থাকার কথাই ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু ফের একবার বিচ্ছেদের পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন রাজীব সেন (Raajiv Sen) ও অশোপা চারু (Ashopa Charu)। ছোট্ট মেয়ে জিয়ানার ভবিষ্যতের কথা ভেবেই একসঙ্গে থাকতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই সিদ্ধান্তও কাজে আসেনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে চারু জানিয়েছেন, সম্পর্কে টানাপোড়েনের সময় মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। চারু জানিয়েছেন, সেইসময় তিনি কাউকে ভরসা করতে পারতেন না। এমনকি নিজের মাকেও না। পরিবার পরিজন থেকে বন্ধুবান্ধব, প্রত্যেকেই উপদেশ দিতেন বিয়েটাকে টিঁকিয়ে রাখার জন্য। কেউ সমস্যা বুঝতেই চাইতেন না। কিন্তু সেই কঠিন সময়ে চারুর পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র সুস্মিতা সেন (Sushmita Sen)।
চারুর কথায়, 'দিদি আমার কঠিন সময়ে স্তম্ভ হয়েছিল। একমাত্র ও আমায় কখনও বলেনি বিয়ে টিঁকিয়ে রাখার চেষ্টা করো। কখনও বলেনি অন্য কিছু ভাবতে। কেবল আমায় বলেছে তুমি কি এই সম্পর্কে খুশি? যদি খুশি না হও, তাহলে সেই সিদ্ধান্ত নাও, যা তোমায় খুশি করবে। নিজের খুশিকে সবার আগে গুরুত্ব দাও, ন্য আর কিছুকে নয়।'
সম্প্রতি জন্মদিন পেরিয়েছে জিয়ানার। আর সেখানে খুদের সঙ্গে একাই ছবি শেয়ার করে নিয়েছিলেন চারু। অন্যদিকে মেয়ের সঙ্গে আলাদা ছবি শেয়ার করেছিলেন রাজীব।
View this post on Instagram