Cheene Baadaam First Poster: বন্ধুত্ব, প্রেম ও একমুঠো 'চিনে বাদাম', প্রকাশ্যে ছবির প্রথম পোস্টার
Cheene Baadaam First Poster: পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্প বলবে 'চিনেবাদাম'।
কলকাতা: ২১ ফেব্রুয়ারি মুক্তি পেল 'চিনে বাদাম' ছবির প্রথম পোস্টার। এই ছবির হাত ধরেই টলিউড পাচ্ছে নতুন জুটি যশ দাশুগুপ্ত ও এনা সাহা। অভিনেত্রী এনা সাহার প্রযোজনা সংস্থা জেরেক এন্টারটেনমেন্টের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। শেয়ার করেছেন ছবির কলাকুশলীরাও। ঘোষণা করা হল মুক্তির তারিখও।
ছবির পোস্টার একেবারেই সাদামাটা। কেবল নামের সঙ্গে চিনে বাদাম ও ভালবাসার পত্রের ইমোজি ব্যবহৃত হয়েছে। কিন্তু তাতেই যেন অনেক কথা বলে দেয়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী গ্রীষ্মে, ২৭ মে। এর আগেই এবিপি লাইভকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এনা জানিয়েছিলেন যে পর্দায় যশ-এনা জুটিকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে গরমের ছুটিতে। মে মাসের শেষের দিকেই ছবি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। আজ ঘোষণা হল তারিখ।
View this post on Instagram
পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্পই বলবে 'চিনেবাদাম'। নতুন চরিত্র নিয়ে কী কী আশা রয়েছে যশের? অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' ছবিতে যশের চরিত্রের নাম ঋষভ সেনগুপ্ত।
আরও পড়ুন: Farhan-Shibani Post Marriage: বিয়ের পর প্রথম জনসমক্ষে ফারহান-শিবানী, বিতরণ করলেন মিষ্টি