Cruise Ship Drugs Case: মাদককাণ্ডে অভিযুক্তদের আর্থিক লেনদেনে নজর এনসিবির, খবর সূত্রের
ইতিমধ্যেই বেশ কিছু অভিযুক্তের আর্থিক লেনদেনের রেকর্ড সংগ্রহ হয়েছে যাঁদের কাছ থেকে 'বাণিজ্যিক' বা প্রচুর পরিমাণে মাদক বাজেয়াপ্ত হয়েছে, জানান এক আধিকারিক। অভিযুক্তদের আয়ের উৎসের খোঁজও চলছে।
মুম্বই: কর্ডেলিয়া ক্রুজ মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খান সহ সকল অভিযুক্তদের আর্থিক লেনদেনে নজরদারি শুরু করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। শনিবার এমনটাই জানালেন এক এনসিবি আধিকারিক।
তিনি এও জানান যে ২৬ অক্টোবর বম্বে আদালতে আরিয়ান খানের জামিনের আর্জির বিরোধিতা করবে এজেন্সি। এখনও পর্যন্ত মুম্বইয়ের প্রমোদতরীর মাদককাণ্ডে ২০ জনকে গ্রেফতার করেছে এনসিবি।
তদন্তকারী দল ইতিমধ্যেই বেশ কিছু অভিযুক্তের আর্থিক লেনদেনের রেকর্ড সংগ্রহ করেছে যাঁদের কাছ থেকে 'বাণিজ্যিক' বা প্রচুর পরিমাণে মাদক বাজেয়াপ্ত হয়েছে, জানান ওই আধিকারিক। অভিযুক্তদের আয়ের উৎসের খোঁজেও রয়েছে তদন্তকারী দল।
এনসিবি আধিকারিকেরা অভিযুক্তদের মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট থেকে ডিলিট হওয়া মেসেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। এমনকী তারা পরস্পরের সঙ্গে যোগাযোগের জন্য অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মাদককাণ্ডে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। এর আগে শাহরুখের বাংলো 'মন্নত'-এ গিয়ে পূজাকে নোটিস দেন এনসিবি অফিসাররা। সূত্রের খবর, নোটিসে আরিয়ান খান সম্পর্কে বেশ কিছু তথ্য চাওয়া হয়। অন্যদিকে, শুক্রবার চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করেন এনসিবি অফিসাররা। সূত্রের খবর, সকাল ১১টার বদলে অনন্যা দুপুর ২টোয় পৌঁছনোয় তাঁকে 'ধমক' দেন এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। প্রথম দিনও দুপুর ২টোর পরিবর্তে বিকেল ৪টেয় এনসিবি দফতরে পৌঁছেছিলেন অনন্যা।
আরও পড়ুন: ভাঙা পা নিয়েই চলছিল অ্যাকশন দৃশ্যের শ্যুটিং, থামতে বাধ্য হলেন অঙ্কুশ
শাহরুখ-পুত্র আরিয়ান খানের মাদক-যোগের সূত্র খুঁজতে ইতিমধ্যেই জড়িয়ে গিয়েছে খান পরিবারের প্রায় তিন দশকের বন্ধু চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার পাণ্ডের নাম। গত বৃহস্পতিবার প্রথমে অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি, পরে তাঁকে দফতরে ডেকে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন এনসিবি-র আধিকারিকরা।