(Source: ECI/ABP News/ABP Majha)
Dabaru New Song: দাবার সঙ্গে মিশে গেল প্রেমের গল্প, মৈনাক-সুরঙ্গনার গলায় 'ঝগড়া করি চল'
Dabaru New Song Released: যে গানটি সদ্য মুক্তি পেল, সেখানে দাবা নয়, রয়েছে এক সরল, কিশোর-কিশোরীর ভালবাসার গল্প।
কলকাতা: সাদা-কালো দাবার ছকে যেমন লড়াইয়ের গল্প হয়, তেমনই বোনা হয় প্রেমের গল্পও। মুক্তি পেল 'দাবাড়ু' (Dabaru) ছবির প্রথম গান, 'ঝগড়া করি চল'। বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবনকে রুপোলি পর্দায় তুলে ধরেছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। গ্রীষ্মের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। আর যে গানটি সদ্য মুক্তি পেল, সেখানে দাবা নয়, রয়েছে এক সরল, কিশোর-কিশোরীর ভালবাসার গল্প।
এই গানের লিরিক্স লিখেছেন ও কম্পোজিসন তৈরি করেছেন প্রসেন। মৈনাক মজুমদার ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Mainak Mazoomdar & Surangana Bandhyopadhyay)-এর কন্ঠে শোনা যাবে এই গানটি। উইন্জোডের ছবি মানেই সেখানে বেশিরভাগ সময়েই গুরুত্বপূর্ণ জায়গা পায় গান। নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের পরিচালনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় তৈরি হয়েছে নতুন ছবি।
এই ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-কে দেখা যাবে সূর্য শেখরের শিক্ষকের চরিত্রে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-কে দেখা যাবে সূর্য শেখরের মায়ের চরিত্রে। টিজারে নেতিবাচক চরিত্রে নজর কাড়ছেন কৌশিক সেন (Kaushik Sen)-ও। টিজারের পরতে পরতে ফুটে উঠেছে এক লড়াইয়ের গল্প। উত্তর কলকাতার খুব সাদামাটা ঘরের এক পরিবারের ছেলের গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠার গল্প।
এই ছবির অন্যান্য় চরিত্রে রয়েছেন, দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা। এই ছবি নিয়ে পরিচালক পথিকৃৎ বসু বলেছেন, 'বাংলা ছবির বিষয়বস্তু হিসেবে দাবার কথা কেউ ভাবেনইনি। এইরকম একটা বিষয়কে যে পর্দায় তুলে ধরার যে সুযোগ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। নন্দিতা ম্যাম আর শিবুদা যে এই কাজটার দায়িত্ব আমায় দিয়েছেন, এটাই আমার বিশাল পাওয়া।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।