Dance Bangla Dance: বিচারকের আসনে প্রথমবার একসঙ্গে শুভশ্রী, শ্রাবন্তী, মৌনী, ১০ বছর পরে ছোটপর্দায় প্রত্যাবর্তন মিঠুনের
Dance Reality Show: বাঙালি কন্যা মৌনী ইতিমধ্যেই বলিউড জয় করেছেন। রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-এর সঙ্গে করে ফেলেছেন স্ক্রিন শেয়ারও।
কলকাতা: এই টেলিভিশন শো-এর হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), এই কথা ঘোষণা করা হয়েছিল আগেই। কিন্তু এখানেই শেষ নয়, জি বাংলার ডান্স রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Banga Dance)-এ রইল একগুচ্ছ চমক।
ডান্স বাংলা ডান্স (Dance Banga Dance)-এর এই সিজনে বিচারকের আসনে দেখা যাবে মৌনী রায় (Mouni Roy)-কে। বাঙালি কন্যা ইতিমধ্যেই বলিউড জয় করেছেন। রণবীর কপূর (Ranbir Kapor), আলিয়া ভট্ট (Alia Bhatt), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-এর সঙ্গে করে ফেলেছেন স্ক্রিন শেয়ারও। এর আগে একাধিক হিন্দি নাচের রিয়্যালিটি-শো তে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে এবার বাংলার বুকে প্রতিযোগীদের ট্যালেন্ট বিচার করবেন মৌনী।
এই ট্যালেন্ট হান্ট-শো-এ প্রথমবার একসঙ্গে বিচারকের ভূমিকায় দেখা যাবে বাংলার দুই প্রথম সারির অভিনেত্রীকে। তাঁরা শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। শো-এর সঞ্চালকের ভূমিকায় এবারেও দেখা যাবে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কে। এই শো-এর পরিচালনা করছেন অভিজিৎ সেন (Avijit Sen)। এই শো-তে অংশ নেবেন ১২ জন প্রাপ্তবয়স্ক প্রতিযোগী ও ১২ জন ১৮ বছরের নীচের কিশোর-কিশোরী।
বাকি সমস্ত ডান্স বাংলা ডান্সের মতো এবারের শো-তেও দেখা যাবে 'ভূত' খাটিয়া কুমারকে। তার ও মহাগুরু মিঠুনের লড়াইতেই এগিয়ে যাবে এক একটি এপিসোড। আজ সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মিঠুন, শুভশ্রী, শ্রাবন্তী ও মৌনী। শুভশ্রী বেছেছিলেন চোখ ঝলসানো লাল রঙের শাড়ি। অন্যদিকে গাঢ় বেগুনি শাড়ি পরেছিলেন শ্রাবন্তী। মৌনী বেছেছিলেন সাদা শাড়ি। স্টাইলে নজর কাড়লেন 'মহাগুরু' মিঠুনও।