Darjeeling Jomjomat: দার্জিলিংয়ে টোটা, সৃজিত, অনির্বাণ, আগামীকাল থেকে শুরু ফেলুদার শ্যুটিং
আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক ও অভিনেতা দুজনেই। দার্জিলিং থেকে ছবি শেয়ার করে টোটা জানালেন, আগামীকাল থেকে শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছে টিম দার্জিলিং জমজমাট
![Darjeeling Jomjomat: দার্জিলিংয়ে টোটা, সৃজিত, অনির্বাণ, আগামীকাল থেকে শুরু ফেলুদার শ্যুটিং Darjeeling Jomjomat: Darjeeling Jomjomat shooting will start from tomorrow at Darjeeling Darjeeling Jomjomat: দার্জিলিংয়ে টোটা, সৃজিত, অনির্বাণ, আগামীকাল থেকে শুরু ফেলুদার শ্যুটিং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/0b32caf46450709d851d830a4bea43fe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফের ফেলুদাকে পর্দায় ফেরানোর প্রস্তুতি শুরু করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আগামীকাল থেকে শ্যুটিং শুরু দার্জিলিংয়ের মাটিতে। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে কলকাতায় শ্যুটিংয়ের অংশ। আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক ও অভিনেতা দুজনেই। দার্জিলিং থেকে ছবি শেয়ার করে টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury) জানালেন, আগামীকাল থেকে শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছে টিম দার্জিলিং জমজমাট (Darjeeling Jomjomat)।
এই প্রথম নয়, এর আগেও 'ফেলুদা ফেরত'-এ টোটাকে ফেলুদার ভূমিকায় দেখেছেন দর্শক। 'ছিন্নমস্তার অভিশাপ'-এর গল্প অবলম্বনে তৈরি হয়েছিল 'ফেলুদা ফেরত'। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী চক্রবর্তী। ফেলুদার চরিত্র নিয়ে মানুষের তো প্রচুর আশা, কল্পনা। দর্শকদের সেই আশা পূরণ করা কতটা চ্যালেঞ্জিং ছিল? এবিপি লাইভকে টোটা বলেছিলেন, 'সত্যি বলতে সেটা আমার পক্ষে অসম্ভব ছিল। সৌমিত্রবাবু বা সব্যসাচী চক্রবর্তী যা করেছেন আমার পক্ষে তার ২০ শতাংশও করা সম্ভব ছিল না। আমার সেই ক্ষমতাই নেই। আমি কেবল আমার অভিনেতা সত্ত্বাটিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাতে সঁপে দিয়েছিলাম। উনি যেমন করে বলেছেন আমি যতটা সম্ভব সেটাই করার চেষ্টা করেছি।'
আরও পড়ুন: আজ দেশের জনপ্রিয় গায়িকা এই ছোট্ট মেয়েটি, বলুন তো কে?
সোশ্যাল মিডিয়ায় নিজের, জটায়ু অনির্বাণ চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায়ের ছবি পোস্ট করেছেন টোটা। ক্যাপশানে লিখেছেন, 'সন্ধে নামার আগে, কফি খাওয়ার পরে। কাল থেকে জমজমাট।' ছবিতে টোটা ট্যাগ করেছেন সৃজিত ও অনির্বাণকে। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে দাঁডি়য়ে রয়েছেন তিন তারকা। এর আগে বিমান বন্দর থেকে একটি ছবি আপলোড করেছিলেন সৃজিত। সেই ছবি ছিল শ্যুটিংয়ের উদ্দেশে পাড়ি দেওয়ার আগের।
ফেলুদা চরিত্রের জন্য নিজেকে কীভাবে তৈরি করেছিলেন টোটা? অভিনেতা বলছেন, 'সত্যজিৎ রায় খুব স্পষ্ট করে বর্ণনা করেছিলেন ফেলুদার চরিত্রটাকে। গল্পে ফেলুদা নিয়মিত যোগব্যায়াম করে, মার্শাল আর্টে দক্ষ। সেই সমস্ত মাথায় রেখে আমায় শারীরিক কসরৎ করতে হয়েছে এই চরিত্রটার জন্য। সৃজিতও আমায় সাহায্য করেছিলেন বেশ কিছু বিষয়ে। আমি ওনার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)