Dev: চোখের আঘাত সারিয়ে ছুটি কাটাতে মলদ্বীপে পাড়ি দেবের
Actor Dev: কালো চশমায় চোখ ঢেকেছেন দেব। সবুজে ঘেরা স্যুইমিং পুলের পাশে বসে রয়েছেন তিনি
![Dev: চোখের আঘাত সারিয়ে ছুটি কাটাতে মলদ্বীপে পাড়ি দেবের Dev: Actor Dev shares a new photo from his Maldives tour, know in details Dev: চোখের আঘাত সারিয়ে ছুটি কাটাতে মলদ্বীপে পাড়ি দেবের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/62143a92a8c298791207ab028a549b3b167983566799349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সদ্য শ্যুটিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি। তারপরে একটু বিরতিই বেছে নিলেন টলিউডের সাংসদ অভিনেতা দেব। মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেতা। সেখান থেকেই শেয়ার করে নিয়েছেন ছুটি কাটানোর ছবি।
কালো চশমায় চোখ ঢেকেছেন দেব। সবুজে ঘেরা স্যুইমিং পুলের পাশে বসে রয়েছেন তিনি। চিবুকে হাত, তাকিয়ে দূরের আছে। ক্যাপশানে লেখা তাঁর সেই পরিচিত শব্দ, 'এমনি'। দেবের সঙ্গী কি রুক্মিণী? নায়ক নায়িকার অবশ্য একসঙ্গে কোনও ছবি দেখা যায়নি এখনও। তবে রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নীল সমুদ্রের ছবি। এখনও এক ফ্রেমে দেখা যায়নি নায়ক নায়িকাকে।
সদ্য 'বিনোদিনী'-র শ্যুটিং শেষ করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-ও। তাঁর শ্যুটিং চলাকালীনও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁদের গোটা ইউনিট। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিল সবাই। বন্ধ রাখতে হয়েছিল শ্যুটিং। তবে সুস্থ হয়ে ফের শ্যুটিং শেষ করেছেন সবাই। এখন ছুটির মেজাজে রুক্মিণী।
অন্যদিকে দেবের 'বাঘাযতীন'-এর শ্যুটিং শেষ না হলেও আপাতত তা স্থগিত রয়েছে। আর এর মধ্যেই ছুটি কাটাতে বিদেশে উড়ে গিয়েছেন দেব। ছুটি কাটিয়ে ফের কাজে ফিরবেন তিনি। অরুণ রায়ের (Arun Roy)-এর পরিচালনায় বাঘাযতীন ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন দেব। সেখানেই, অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছিলেন দেব। তবে সেই অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছিলেন অভিনেতা। তবে চোখের আঘাত বেশ গুরুতরই। জঙ্গলে শ্যুটিং করতে গিয়ে গাছের কাঁটা ঢুকে যায় দেবের চোখে। সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে বের করা হয় সেই কাঁটা। সেইসময় শ্যুটিং বন্ধ রেখে কলকাতায় ফিরে এসেছিলেন তিনি। যে ছবি তিনি শেয়ার করে নিয়েছিলেন খবরটি লেখার সময়, সেই দৃশ্যটি করতে গিয়েই আঘাত পান দেব।
আরও পড়ুন: Jr NTR: আলিয়ার থেকে বিশেষ উপহার দাবি জুনিয়র এনটিআরের
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)