Dev: গেলেন না দুর্গাপুজোর পদযাত্রায়, বাড়িতে বাবা মায়ের সঙ্গে গণেশ আরাধনায় ব্যস্ত দেব
Dev on Ganesh Chaturthi: সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, বাড়িতেই ধুমধাম করে গণেশ আরাধনার আয়োজন করেছিলেন দেব।
কলকাতা: যখন কলকাতার রাজপথ মেতে উঠেছে পদযাত্রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র সঙ্গে পা মিলিয়েছেন তাবড় তাবড় নেতা মন্ত্রী, তখন নিজের বাড়িতেই রইলেন সাংসদ দেব (Dev)। কারণ? বাড়িতেই বড় করে গণেশ পুজোর আয়োজন করেছিলেন দেব। পরিবারের সঙ্গেই এই দিনটা কাটালেন তিনি। অভিনেতা সাংসদের কাছে চিরকালই সবার আগে তাঁর পরিবার, অন্যথা হল না এবারেও।
সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, বাড়িতেই ধুমধাম করে গণেশ আরাধনার আয়োজন করেছিলেন দেব। বাবা-মায়ের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন তারকা সাংসদ। সাদা পাঞ্জাবি, এলোমেলো চুলে দেব একেবারে ঘরের ছেলে। সোশ্যাল মিডিয়ায় সাংসদের এই ঘরোয়া ছবি দেখে প্রশংসা করেছেন অনেকেই।
View this post on Instagram
আগামীকালই মুক্তি পাবে দেবের নতুন ছবি 'কাছের মানুষ'-এর প্রথম গান। দেব প্রযোজিত এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দেব (Dev) ও ইশা সাহা (Ishaa Saha)-কে।
View this post on Instagram
আরও পড়ুন: Rana Sarkar: প্রযোজককে হুমকির জেরে বন্ধ শ্যুটিং, মানহানির মামলা দায়ের রানার