Dev: টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ দেব আর মহেন্দ্র সোনির, টিকিট বিক্রির টাকা যাবে ফান্ডে
Raghu Dakat: সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দেব জানান, 'রঘু ডাকাত'-এর ট্রেলার মুক্তির জন্য আয়োজন করা হয়েছে একটি বড় অনুষ্ঠানের

কলকাতা: পুজোয় মুক্তি পাচ্ছে দেব (Dev) অভিনীত নতুন সিনেমা, 'রঘু ডাকাত' (Raghu Dakat)। আর এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা সামনেই। ইতিমধ্যেই টিম 'রঘু ডাকাত' বেরিয়ে পড়েছে গোটা বাংলার সফর করতে। মালদা থেকে শুরু করে বালুরঘাট, রায়গঞ্জ, বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন দেব, ইধিকা পাল (Idhika Paul), সোহিনী সরকার (Sohini Sarkar), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhruba Banerjee)। আর এবার, এই সিনেমার ট্রেলার মুক্তির জন্য বিশেষ আয়োজন করেছে এসভিএফ (SVF) ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures)। এই ছবির যুগ্ম প্রযোজকেরা।
সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দেব জানান, 'রঘু ডাকাত'-এর ট্রেলার মুক্তির জন্য আয়োজন করা হয়েছে একটি বড় অনুষ্ঠানের। তবে এই ছবি প্রথম নয়। সদ্যই 'ধূমকেতু' (Dhumketu) সিনেমার সময় এই একই ছবি দেখেছে বিনোদন দুনিয়াপ্রেমী মানুষেরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই অনুষ্ঠানের টুকরো টুকরো ক্লিপিংস। ৯ বছর পরে, এই অনুষ্ঠানের দরুণই একসঙ্গে, এক ফ্রেমে এসেছিলেন দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সেই অনুষ্ঠানেই দেখানো হয়েছিল 'ধূমকেতু'-র ট্রেলার। সেই সঙ্গে ছিল বিনোদনের আয়োজন ও। নাচ ও গানে জমে উঠেছিল অনুষ্ঠান। সঙ্গে ছিল বিভিন্ন গেম শো-এর আয়োজন ও। সব মিলিয়ে ভীষণ জমজমাট ছিল 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।
তবে দেব-এর দাবি, যদি সবাই মনে করেন যে 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানই এ যাবৎ কালের সবচেয়ে জমাটি অনুষ্ঠান ছিল, তাহলে ভুল করছেন সবাই। কারণ 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নাকি হবে তার থেকেও বেশি জমাটি। আরোও অনেক বিনোদনের আয়োজন থাকবে সেই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানেরও টিকিট-এর ব্যবস্থা করা হয়েছে। 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতোই। তবে এই টিকিটের ব্যবস্থায় রয়েছে একটি বিশেষ তথ্য। কী সেটি?
দেব জানাচ্ছেন, সিনেমা কেবলমাত্র নায়ক, নায়িকা আর পরিচালকদের মিলেই হয় না। একটি ছবি তৈরির পিছনে থাকে বহু মানুষের শ্রম। কেবলমাত্র আর্ট ডিরেক্টর বা পোশাকশিল্পীরাই নন, তাঁদের প্রত্যেকের এক একটা টিম থাকে। কিন্তু সেই টিমের নাম জানেন না অনেকেই। দেব জানাচ্ছেন, 'রঘু ডাকাত'-এর শ্যুটিং করার সময় একবার প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় গোটা টিম। গোটা সেট ভেঙে পড়ে। কিন্তু সমস্ত টেকনিশিয়ানরা পরিশ্রম করে সেটটাকে আবার আগের মতো করেই তৈরি করে ফেলেন। দেবের মতে, এইরকম টিম না থাকলে, একটা সিনেমা সুন্দরভাবে তৈরি হওয়া সম্ভব হত না। সেই কারণেই, 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চের টিকিট বিক্রির যে টাকা উঠবে, সেই টাকা দেওয়া হবে টেকনিশিয়ানদের ফান্ডে। এই সিদ্ধান্ত এসভিএফ (SVF) ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures) উভয়েরই। সেই কারণেই অনুরাগীদের টিকিট কেটে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দেখতে আসার অনুরোধ জানাচ্ছেন দেব। এই সমস্ত টাকাই টেকনিশিয়ানদের ফান্ডে দিয়ে দেবেন দেব ও মহেন্দ্র সোনি। এতে যদি কোনও টেকনিশিয়ানদের হঠাৎ করে কোনও বিপদ হয়, টাকার দরকার হয়, তাহলে সেই টাকা ব্যবহার করতে পারবেন টেকনিশিয়ানরা।
View this post on Instagram






















