Dev-Rukmini: সমুদ্র সৈকতে ছুটি কাটাতে একান্তে দেব, রুক্মিণী কি অন্য কোথাও?
Dev-Rukmini News: তাঁদের সম্পর্কের কথা এখন টলিউডের 'ওপেন সিক্রেট'। নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে লুকোচুরিও করেননি দেব-রুক্মিণী।
কলকাতা: ফের কি একসঙ্গে সফরে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে.. সফরে গিয়েছেন তাঁরা। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেও তা কেবল নিজেরই। সামাজিক মাধ্যমে সাধারণত সফরের ছবি একসঙ্গে শেয়ার করে নেন না টলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি।
তাঁদের সম্পর্কের কথা এখন টলিউডের 'ওপেন সিক্রেট'। নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে লুকোচুরিও করেননি দেব-রুক্মিণী। তবে সোশ্যাল মিডিয়ায় কোনও সফরের ছবি একসঙ্গে শেয়ার করে নিতে নারাজ তাঁরা দুজনেই। দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সেই ছবি দেখেই বোঝা যায়.. সফরে গিয়েছেন তিনি। তবে এই ছুটি কাটানোর ডেস্টিনেশন কোথায়... তা নিয়ে কিছুই লেখা নেই অভিনেতার ছবির ক্যাপশনে।
View this post on Instagram
অন্যদিকে, রুক্মিণীর ছবিতে দেখা মিলেছে সমুদ্রের। সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়াও রুক্মিণী একটি রিল শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা গেল... নীল জলরাশির ধারে বসে রয়েছেন তিনি। তবে একসঙ্গে কোনও ছবি তো নেই বটেই.. নায়ক নায়িকা যে কোথায়... সে বিষয়ে জানা নেই কারও। সদ্য নিজের নতুন ছবি 'প্রধান' -এর শ্যুটিং শেষ করেছেন দেব। আপাতত চলছে পোস্ট প্রোডাকশেনর কাজ। এর ফাঁকেই ছোট্ট ছুটি নিয়েছেন নায়ক।
View this post on Instagram
পুজোয় মুক্তি পেয়েছেন দেবের নতুন ছবি 'বাঘাযতীন'। বক্সঅফিসের হিসেবে পুজোর মুক্তি ছবিগুলির ব্যবসার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি। এবিপি লাইভের সঙ্গে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে দেব বলেছিলেন, '২ বছর ধরে আমরা এই চিত্রনাট্যটা নিয়ে কাজ করছি। যখন শ্যুটিং করতে ফ্লোরে গিয়েছি, চরিত্রটাকে আমি গুলে খেয়েছি। যেহেতু ভিস্যুয়াল কোনও সাপোর্ট পাইনি, আমরা বই পড়তে শুরু করলাম। কেবল বাঘাযতীন নয়, প্রত্যেক বিপ্লবীর চরিত্রকে নিয়ে আলাদাভাবে পড়াশোনা করেছি। কোথাও যেন কোনও ফাঁক না থাকা যায় সেইদিকে খেয়াল থাকত সবসময়। ফ্লোরে প্রত্যেকে নিজেদের কাজটা জেনে গিয়েছি। আমার মনে হয় এই ইতিহাসটা দর্শকদের জানা উচিত। দর্শক যদি চান, এমন ছবির আরও প্রয়োজন, তাহলে বড়পর্দায় এই ছবি দেখতেও হবে। তবেই অন্যান্য প্রযোজকেরা টাকার কথা না ভেবে, গল্প বলার কথা ভাববে। এখন যে ফর্মুলায় ছবি বেশি চলে, সেটাকেই আমরা আবার ব্যবহার করার চেষ্টা করি। তবে মাঝে মাঝে এমন ছবিও হওয়া উচিত যেটা ছকের বাইরে। বাঘাযতীন তো বাঙালির গৌরবের গল্প গোটা ভারতের সামনে তুলে ধরার ছবি।'