Devlina Kumar: নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি'-তে খলনায়িকার চরিত্রে দেবলীনা কুমার
Devlina Kumar: এর আগে একটি ধারাবাহিকে একটি ছোট্ট চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দেবলীনা। তবে এইবার সম্পূর্ণ অন্য লুকে দেখা যাবে তাঁকে।
কলকাতা: এবার ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্রে দেবলীনা কুমার (Debvlina Kumar)। ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। শ্যুটিং শুরু হবে আগামী সপ্তাহ থেকেই।
ছোটপর্দায় দীর্ঘদিন ধরে অভিনয় করছেন দেবলীনার স্বামী গৌরব চট্টোপাধ্যায় (Gaurab Chatterjee)। এর আগে একটি ধারাবাহিকে একটি ছোট্ট চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দেবলীনা। তবে এইবার সম্পূর্ণ অন্য লুকে দেখা যাবে তাঁকে।
ইতিমধ্যেই ছোটপর্দায় জনপ্রিয়তা লাভ করেছেন গৌরব। ধারাবাহিক 'গাঁটছড়া'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে শোলাঙ্কিকে। সেই তুলনায় দেবলীনা বেশ নতুনই। অভিনয়, শিক্ষকতা ও নাচ নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। তবে ধারাবাহিকে সম্পূর্ণরূপে সময় দিতে এখনই পারবেন না বলে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চান না দেবলীনা।
আরও পড়ুন: Anupam Roy Exclusive: শিল্পী চলে যান, শিল্প অমর হয়ে যায় এভাবেই: অনুপম
ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে ছোটপর্দায় জুটি বাঁধছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। এই ধারাবাহিকের গল্পে প্রতীকের চরিত্রের নাম সাহেব । আর দেবচন্দ্রিমাকে দেখা যাবে চিঠির ভূমিকায় । চিঠি একজন পিওন । চিঠি বিলির উপার্জনেই সংসার চালায় সে । আর সাহেব খ্যাতনামা একজন নায়ক, গায়ক এবং খেলোয়াড় । তাঁকে এক ঝলক দেখার জন্য বাড়ির সামনে ভিড় জমে । কিন্তু তিনি কিছুতেই বাইরে আসতে চান না সাহেব। কেন? কারণ তাঁর একটি পা নেই । বাইরে আসতে না চাওয়ার কি এটাই কারণ? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য গল্প? কেবল মাত্র হিনমন্যতার জন্যই কী অনুরাগীদের সামনে এভাবে আসতে চান না সাহেব? উত্তর লুকিয়ে ধারাবাহিকের গল্পে।
আর চিঠি। তাঁর চরিত্র একটি ছটফটে মেয়ের। সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে সে। একটি চিঠি নিয়ে সাহেবের জন্মদিনের দিন চিঠি পৌঁছে যায় তাঁর ঘরে। তারকা সাহেবকে সে কার্যত জোড়াজুড়ি করে অনুরাগীদের সামনে যাওয়ার জন্য। রেগে যায় সাহেব। চিঠির হাত লেগে চেয়ার পড়ে যাওয়ায় সে দেখতে পায় সাহেবের একটা পা নেই। অবাক হয় সে। তারপর? প্রেম হবে এই দুই অসম মানুষের মধ্যে? উত্তর মিলবে গল্পেই।