Kareena Kapoor Khan: করিনার নিরামিশাষী প্রেমিককে দেখে কী বলেছিলেন রণধীর কপূর?
সম্প্রতি টুইক ইন্ডিয়ার এক সাক্ষাৎকার পর্বে আর এক বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার মুখোমুখি বসেছিলেন করিনা। সেখানেই পুরনো দিনের স্মৃতিচারণা করে বাবার সঙ্গে নিরামিশাষী প্রেমিকের কথাবার্তা প্রসঙ্গে বলেন।

মুম্বই: বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan) যে খেতে ভালোবাসেন, তা অজানা নয় অনুরাগীদের। তাছাড়া অভিনেত্রী নিজে মুখেও সেকথা স্বীকার করেন বহু সময়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রায়শই তাঁকে বিভিন্ন সুস্বাদু খাবারের সঙ্গে ছবি ভিডিও শেয়ার করতে দেখা যায়। এই প্রসঙ্গে অভিনেত্রী বিভিন্ন সময়ে জানিয়েছেন যে, এটা তাঁদের পারিবারিক অভ্যাস। সম্প্রতি টুইক ইন্ডিয়ার এক সাক্ষাৎকার পর্বে আর এক বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার মুখোমুখি বসেছিলেন করিনা। সেখানেই পুরনো দিনের স্মৃতিচারণা করে বলছিলেন, যখন তিনি তাঁর নিরামিশাষী প্রেমিককে বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যান, তখন তাঁকে দেখে কী বলেছিলেন রণধীর কপূর।
টুইঙ্কল খন্নার নেওয়া সাক্ষাৎকারে করিনা কপূর খান বলেন, 'বাবার সঙ্গে প্রেমিকের দেখা করানোর পর্বটা সবসময়ই একটু অন্যরকমের হয়। যখন আমরা বলি, বাবা, এ আমার নতুন প্রেমিক। চলো আমরা সকলে মিলে ডিনার করি। তখন বাবা বলেন, বাবা দম পুক্ত চলবে তো? আর তখন যদি তুমি বলো, বাবা ও নিরামিশাষী। আমার বাবা বলে, কোনও ব্যাপার নয়। ও আমাদের ড্রাইভারের সঙ্গে খাবার খাবে।' দম পুক্ত আসলে একটি আমিষ খাবার। সেই পরিস্থিতিতে বিপাকে পড়ে যান করিনা কপূর খান। নিরামিশাষী প্রাক্তন প্রেমিকের পরিচয় ফাঁস না করেই তিনি বলেন, 'আমি তখন কী আর বলতে পারি। ওকে বলি, জানোই তো ওরা কেমন। ওরা কেমন খাবার খেতে ভালোবাসে।'
আরও পড়ুন - Sunil Grover Health: সুনীল গ্রোভারের দ্রুত আরোগ্য কামনায় উপচে পড়ছে সোশ্যাল মি়ডিয়া
টুইঙ্কল খন্নার সঙ্গে কথপোকথন পর্বে করিনা কপূর খান জানান যে, তাঁর স্বামী সেফ আলি খানেরও খাবারের প্রতি ভালোবাসা কতটা। তিনি খেতে যেমন ভালোবাসেন, তেমনই রান্না করতেও ভালোবাসেন। সেফ আলি খান ভালোবাসেন চিকেন রোস্ট রান্না করতে। এছাড়াও তৈমুরের জন্য স্প্যাগেটি রান্না করতেও ভালোবাসেন অভিনেতা।
প্রসঙ্গত, করিনা কপূর খানকে খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের বিপরীতে 'লাল সিং চাড্ডা' ছবিতে অভিনয় করতে। জানা যাচ্ছে, আগামী পয়লা বৈশাখে মুক্তি পাবে এই ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
