![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vicky-Katrina Wedding: ক্যাটরিনা কাইফের এই শাড়ির বিশেষত্ব কী?
বিয়ে, গায়ে হলুদ, মেহেন্দি থেকে প্রি ওয়েডিং ফটোশ্যুট (Vicky-Katrina Wedding), ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজে উঠেছে 'সূর্যবংশী' অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।
![Vicky-Katrina Wedding: ক্যাটরিনা কাইফের এই শাড়ির বিশেষত্ব কী? Did You Know Katrina Kaif's Couture Sari Took Over 1800 Hours To Handcraft? Sabyasachi Reveals Details Vicky-Katrina Wedding: ক্যাটরিনা কাইফের এই শাড়ির বিশেষত্ব কী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/15/43bd8e4afe4d68f3329e2e0f22ebf0ac_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত ৯ ডিসেম্বর দীর্ঘদিনের প্রতীক্ষার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দু বছর সম্পর্কে থাকার পর ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েছেন দুই তারকা। এছাড়াও ভিকি-ক্যাটরিনার বিয়েতে উপস্থিত ছিলেন কবীর খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদীদের মতো বলিউডের কিছু তারকাও। ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় চারহাত এক হয়েছে তাঁদের। বিয়ের পর গায়ে হলুদ, মেহেন্দি থেকে বিয়ের ছবি নিজেদের সোশ্য়োাল মিডিয়া হ্য়ান্ডলে শেয়ার করেছেন ভিকি-ক্যাটরিনা। শেয়ার করেছেন প্রি ওয়েডিং ফোটোশ্যুটের ছবিও। সেখানেই গোলাপ ফুলের প্রিন্টের শাড়িতে মোহময়ী হয়ে উঠতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। কিন্তু এই শাড়ির কোনও সাধারণ শাড়ি নয়। রয়েছে এর কিছু বিশেষত্বও। যা জানাচ্ছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
আরও পড়ুন - Jeet: ন'য় পা নবন্যার, মেয়ের জন্মদিন সেলিব্রেশনের ভিডিও শেয়ার জিতের
বিয়ে, গায়ে হলুদ, মেহেন্দি থেকে প্রি ওয়েডিং ফটোশ্যুট, ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজে উঠেছে 'সূর্যবংশী' অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রিয় ওয়েডিং ফোটোশ্যুটে তাঁর পরণে দেখা গিয়েছে গোলাপ ফুলের প্রিন্টের শাড়ি। জানা যাচ্ছে, এই শাড়ি আদতে ক্যাটরিনা কাইফ তাঁর ব্রিটিশ মায়ের ঐতিহ্যের প্রতি সম্মান প্রদান করতেই পরেছেন। এছাড়াও, এই শাড়ি তৈরির পিছনেও রয়েছে অনেক গল্প। 'টাইগার থ্রি' অভিনেত্রীর জন্য এই শাড়ি তৈরি করতে নাকি শিল্পীদের ৭৫দিন সময় লেগেছে। এমনটাই জানাচ্ছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তিনি তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জানিয়েছেন, '৪০জন শিল্পী প্রায় আঠেরোশো ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে তবে ক্যাটরিনা কাইফের জন্য এই শাড়ি প্রস্তুত করেছেন।' শাড়ির সঙ্গে মানানসই গহনাও অভিনেত্রী পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের হেরিটেজ জুয়েলারি থেকে। ক্যাটরিনা কাইফের গলায় যে নেকলেস এবং কানের যে দুল দেখা যাচ্ছে, তাতে হিরে থেকে অন্যান্য মূল্যবান পাথরের ব্যবহার হয়েছে।
প্রসঙ্গত, মলদ্বীপ থেকে মধুচন্দ্রিমা সেরে সদ্যই মুম্বই ফিরেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বিমানবন্দর থেকে বেরিয়ে শহরে পা দিতেই তাঁরা পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন। একে অপরের হাত ধরে ছবি শিকারীদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদনও জানাতে দেখা গেল নব দম্পতিকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)