Ekta Kapoor: 'ভাবাবেগে আঘাত', একতা কপূরের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা!
Ekta Kapoor Update: ২০২০ সালে মুক্তি পেয়েছিল একটা কপূরের এই 'ট্রিপল এক্স' সিজনের দ্বিতীয় অংশ। চিত্রনাট্য অনুযায়ী সেখানে ছিল কিছু সম্পর্কের সমীকরণ
মুম্বই: ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের দৃশ্য নিয়ে আপত্তি! সেনাকর্মীদের অপমান ও তাঁদের পরিবারের অনুভূতির ওপর আঘাত করা নিয়ে বিতর্ক! ওয়েব সিরিজ 'ট্রিপল এক্স' (XXX) সিজন ২ -এর জন্য প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কপূর ও তাঁর মা শোভা কপূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিল বিহারের বেগুসরাইয়ের আদালত। এই মামলায় একতা ও তাঁর মা-কে অবিলম্বে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সমস্যাটা ঠিক কি? তা জানতে গেলে ফিরে যেতে হবে ২০২০ সালে। সেই সময়েই মুক্তি পেয়েছিল একটা কপূরের এই 'ট্রিপল এক্স' সিজনের দ্বিতীয় অংশ। চিত্রনাট্য অনুযায়ী সেখানে ছিল কিছু সম্পর্কের সমীকরণ। ২০২০ সালে প্রাক্তন ওই সেনাকর্মী এই সিরিজের বিরুদ্ধে অভিযোগ করেন, ‘ট্রিপল এক্স’ নামে ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। অভিযোগকারীর জানিয়েছেন, দৃশ্যগুলি এক জন সেনাকর্মী হিসাবে তাঁর ভাবাবেগে আঘাত করেছে।
আরও পড়ুন: Sudipa: চিংড়ি-ইলিশে রসনাতৃপ্তি, কেক কেটে, নাচে গানে উদযাপন 'রান্নাঘর'-এর ৫০০০ পেরনোর সফর
এরপর ওই দৃশ্য ওয়েব সিরিজ থেকে ছেঁটে ফেলেন একতা। ভিডিও বার্তা প্রকাশ করে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু জানা যাচ্ছে, ভিডিও বার্তায় ক্ষমা চাইলেও এই সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দেননি একতা। আর সেই কারণেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
অল্টবালাজী (ALTBalaji) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি। এই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন একতা কপূরের (Ekta Kapoor) মা শোভা কপূরও (Sobha Kapoor)।
View this post on Instagram