Top Social Post: অভিনয় জীবন নিয়ে নস্ট্যালজিক দিতিপ্রিয়া, অনুরাগীদের ধন্যবাদ বিগ বির, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
সোশ্যাল মিডিয়ায় নস্ট্যালজিক দিতিপ্রিয়া
তিনি অভিনয় করছেন অনেক ছোটবেলা থেকেই। সেটে যেতেন বই নিয়ে.. পড়াশোনার গন্ডি পেরোতে না পেরোতেই, তিনি নায়িকা হিসেবে বেশ পরিচিত হয়ে গিয়েছিলেন। আর এখন.. বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ.. সব জায়গায়তেই দাপিয়ে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তবে আজ.. সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া ফিরে দেখলেন তাঁর ছোটবেলার স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় আজ দিতিপ্রিয়া শেয়ার করে নিয়েছেন ছোটবেলার একগুচ্ছ ছবি। তখন তিনি ক্লাস ৬। ষষ্ঠ শ্রেণীর দিতিপ্রিয়াকে দেখা গিয়েছিল ছোটপর্দায় হওয়া রবীন্দ্রনাথের গল্প নিয়ে একটি অনুষ্ঠানে। চারুশশীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দিতিপ্রিয়া লিখছেন, 'আমি চারুশশীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম ও প্রশংসিতও হয়েছিলাম। সেইসময় আমার হয়তো চরিত্রের গভীরতা সঠিকভাবে উপলদ্ধি করার বয়স ছিল না। তারমধ্যেই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছিলাম চরিত্রটিকে। ১০ বছর পরে আমি বুঝতে পারি, কী গভীর একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল আমায়। এখনও আমার মধ্যে যেন এই চরিত্রটা বেঁচে রয়েছে। এখন যখন আমি গল্পটার গুরুত্ব বুঝি... আমার মনে হয় কেন চারু তার অতিথি তারাপদকে আরও একটু ধরে রাখতে পারল না..'।
View this post on Instagram
অনুরাগীদের ধন্যবাদ অমিতাভ বচ্চনের
১১ অক্টোবর ৮১ বছরে পা দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এদিন মধ্যরাতেই তাঁর বাড়ি 'জলসা'র সামনে হাজির হন ভক্তরা। প্রিয় তারকার জন্মদিনের উদযাপনে মাতেন সকলে। তাঁদের সঙ্গে উদযাপনে সামিল হতে বাড়ির বাইরে রাতেই বেরিয়ে আসেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'ছবি দেখে কেউ একজন বলল, ভাইসাহেব, আপনার দড়ি ঝুলছে; আমরা বললাম, ভাইসাহেব, দড়ি না, এটাই আজকের প্রজন্মের ফ্যাশন।' দশকের পর দশক ধরে যিনি নিজের শিল্পের মাধ্যমে মন জয় করেছেন অগুন্তি মানুষের। কিন্তু সাফল্যের এই স্থানে পৌঁছনোর রাস্তা বেশ মসৃণ ছিল না তাঁর। অমিতাভ বচ্চনের প্রথম ছবি 'সাত হিন্দুস্তানি' (Saat Hindustani) সেভাবে সাফল্য লাভ করতে পারেনি বক্স অফিসে। এরপর একাধিক ছবিতে তাঁকে সাপোর্টিং রোলে অভিনয় করতে দেখা গেছে। তবে ১৯৭৩ সালের 'জঞ্জির' তাঁকে সাফল্য এনে দেয়, এরপর 'দিওয়ার', 'শোলে', 'মুকদ্দর কা সিকন্দর', 'ডন', 'অমর আকবর অ্যান্থনি', আর পিছন ফিরে তাকাতে হয়নি বিগ বি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন