Entertainment News: পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা ডি'ক্রুজ, আর্থিক সাহায্য নেওয়ার দাবি নস্যাৎ সামান্থার, আজকের 'সোশ্যালে সেরা'
Entertainment News Update: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা ডি'ক্রুজ
প্রথম সন্তান এল অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের (Ileana D'Cruz) কোলে। ১ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নাম রেখেছেন, কোয়া ফিনিক্স ডোলান (Koa Phoenix Dolan)। ৫ তারিখ, শনিবার, নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সুখবর দিলেন, শেয়ার করলেন সদ্যোজাতের ছবিও। চোখ বুজে একরত্তি ঘুমের দেশে। পুঁচকের সাদাকালো একটি ছবি পোস্ট করলেন নতুন মা ইলিয়ানা। ১ অগাস্ট জন্ম হয়েছে কোয়া ফিনিক্স ডোলানের। জীবনের মাতৃত্বের অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, 'আমাদের আদরের সন্তানকে পৃথিবীতে আনতে পেরে আমরা ঠিক কতটা আনন্দিত তা শব্দে বোঝানো কঠিন। হৃদয়ে ভরে উঠেছে।'
View this post on Instagram
চিকিৎসার জন্য ২৫ কোটির আর্থিক সাহায্য নেওয়ার দাবি নস্যাৎ করলেন সামান্থা
তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) আপাতত কাজ থেকে সাময়িক বিরতি (career break) নিয়েছেন। আগামী ১ বছর তিনি কাজ করবেন না বলেই জানিয়েছেন। অটো-ইমিউন মায়োসাইটিস (auto immune myositis) রোগে আক্রান্ত তিনি, সেই চিকিৎসার জন্যই আপাতত কাজ থেকে নিয়েছেন বিরতি। সময় কাটাতে গিয়েছিলেন বালি, একের পর এক সুন্দর ছবিও শেয়ার করেন তিনি। কিন্তু এরই মাঝে ফের তিনি শিরোনামে। শোনা যায়, চিকিৎসার জন্য তিনি নাকি ২৫ কোটি টাকা আর্থিক সাহায্য নিয়েছএন। যদিও সেই দাবি নস্যাৎ করেছেন অভিনেত্রী নিজেই। এদিন নিজের ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে অভিনেত্রী এই দাবি উড়িয়েছেন। তিনি এও জানিয়েছেন যে এতদিন ধরে সিনেমায় কাজ করে নিজের খরচ নিজে চালানোর ক্ষমতা রাখেন। মিডিয়াকেও দোষারোপ করেছেন তিনি। সামান্থা লেখেন, 'মায়োয়াইটিসের চিকিৎসার জন্য ২৫ কোটি!? কেউ আপনাদের খুব খারাপ ডিল দিয়েছে। আমি এই অঙ্কের সামান্য ভগ্নাংশ খরচ করছি জেনে খুব ভাল লাগল। আর আমার মনে হয় না যে আমার কর্মজীবনে সমস্ত কাজের জন্য আমাকে মার্বেলে পেমেন্ট করা হয়েছে বলে। ফলে আমি খুব সহজেই নিজের খরচ তুলতে পারি। ধন্যবাদ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন