Top Social Post: মনামীর পোশাকে প্রাচ্য-পাশ্চাত্যের মিলন, গরিবদের হাতে খাবার তুলে দিলেন সারা, আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা'য় নজরকাড়া মনামীর পোশাক
যে কোনও ইভেন্টেই মনামী ঘোষের সাজ দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। তাঁর নতুন ধরনের কনসেপ্ট বারবারই চমক দিয়েছে দর্শককে। এবারও তার অন্যথা হল না। বাংলা লোকসংস্কৃতি ও গ্রামীণ শিল্পের নিদর্শন স্থান করে নিয়েছে মনামী ঘোষের পোশাকে। পাশ্চাত্যের সঙ্গে বাংলার লোকশিল্প হাতে হাত ধরে বসত করেছে তাঁর লুকে। ঠিক কেমন? এদিন নিজের পোশাকের বর্ণনা নিজেই দিয়েছেন অভিনেত্রী। মনামীর পরনে ছিল সাদা রঙের গাউনে লাল সুতোর কাজ। তবে তা যেমন তেমন কাজ নয়। গোটা পোশাকজুড়ে ছিল বাংলার নকশি কাঁথার কাজ। কারিগরি চোখে লেগে থাকার মতো। গোটা সাজের বর্ণনা দেওয়া যাক। একদিকে তিনি যেমন পরেছিলেন গাউন, যা সম্পূর্ণ পাশ্চাত্যের পোশাক, তেমনই তাতে ছিল নকশি কাঁথার কাজ, যা একেবারে আমাদের নিজস্ব। সেই সঙ্গে চুলে টেনে বেড়া বিনুনি, লাল ফিতে দিয়ে। তবে এখানেই শেষ নয়। গাউনের খোলা পিঠে ছিল সাদায় লেখা কবিতার চারটি লাইন। ইব্রাহিম আরাফাতের 'নকশি কাঁথা' কবিতা থেকে বেছে নিয়েছিলেন চারটি বিশেষ পংক্তি। গোটা পিঠজুড়ে লেখা রইল, অস্ফুট সেই না বলা কথা / মনের আবেগের হারানো ব্যাথা / আঁকে আর লিখে শোক গাঁথা / কত স্বপ্ন দিয়ে বোনে,নকশি কাঁথা।'
View this post on Instagram
গরিবদের মধ্যে খাদ্য বিতরণ নবাব কন্যার
শনিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে সারা জুহুর শনি মন্দির থেকে বেরিয়েই মন্দির সংলগ্ন রাস্তায় বসে থাকা গরিবদের হাতে তুলে দিচ্ছেন মিষ্টির বাক্স। ক্যাসুয়াল পোশাকেই দেখা মেলে তাঁর। মন্দিরের সামনে বসে থাকা দরিদ্রদের হাতে একের পর এক মিষ্টির প্যাকেট তুলে দিতে দেখে অভিনেত্রী ক্যামেরাবন্দি। তবে তা বুঝতে পেরেই নিজেই পাপারাৎজিদের অনুরোধ করেন, যেন এই কাজের কেউ ছবি না তোলেন। তবে ততক্ষণে সেই ভিডিও ভাইরাল।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।