Entertainment Year Ender 2023: গৌতম হালদার, অনুপ ঘোষাল, সমরেশ মজুমদার..চলতি বছরে বাংলা হারাল যে সব শিল্পীদের
Entertainment Year Ender 2023 Update: বছর শেষের আগে, হারিয়ে যাওয়া প্রিয় তারকাদের স্মৃতি ফিরে দেখল এবিপি লাইভ
কলকাতা: প্রায় শেষের পথে ২০২৩। প্রত্যেকটা বছরই যেমন রেখে যায় অনেক স্মৃতি, তেমনই নিয়ে যায় অনেক প্রিয় মানুষদেরও। এইবছর বিনোদন দুনিয়া জুড়ে বহু নক্ষত্রপতন। প্রিয় তারকা থেকে শুরু করে ক্যামেরার পিছনের মানুষেরা, লেখনী থেকে শুরু করে সঙ্গীত... বিনোদন দুনিয়া হারাল কোন কোন তারকাকে? বছর শেষের আগে, হারিয়ে যাওয়া প্রিয় তারকাদের স্মৃতি ফিরে দেখল এবিপি লাইভ (ABP Live)।
প্রদীপ সরকার
পরিণীতা (Parineeta), মর্দানি (Mardaani)-র থেকে শুরু করে 'হেলিকপ্টার এলা' (Helicopter Eela), লগা চুনরি মে দাগ (Laga Chunri Me Daag), ‘লাফাংগে পরিন্দে’ (Lafange Pharinde).. একের পর এক দুর্দান্ত সব ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। চলতি বছরের মার্চ মাসে ৬৮ বছর বয়সে প্রয়াত হন চিত্রপরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে বহুদিন ধরে ভুগছিলেন তিনি।
গৌতম হালদার
যাঁর হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিদ্যা বালন (Vidya Balan)-এর মতো তারকা, বছরের শেষে টলিউড হারাল সেই পরিচালককেই। নভেম্বর মাসে ইন্ডাস্ট্রি হারাল বিখ্যাত চিত্রপরিচালক গৌতম হালদার (Gautam Haldar)-কে। রাখি গুলজারকে নিয়ে ২০১৯ সালে 'নির্বাণ' নামে একটি ছবি পরিচালনা করেছিলেন গৌতম হালদার। রক্তকরবীর শতবর্ষে নাটকটি ফের মঞ্চে উপস্থাপিত করেন গৌতম হালদার। শম্ভু মিত্রের শেষ মঞ্চ উপস্থাপনা 'দিনান্তের প্রণাম'-এও অংশ নেন গৌতম হালদার। 'কাছের মানুষ' বলে একটি নাটকের নির্দেশনাও দেন গৌতম হালদার। হীরু গঙ্গোপাধ্যায়, আমজাদ আলি খানকে নিয়ে তথ্যচিত্রও পরিচালনা করেছেন তিনি।
তাপস বাপী
চলতি বছরেই থামল এক সুর সফর। প্রয়াত হয়েছেন 'মহীনের ঘোড়াগুলি' ব্যান্ডের সঙ্গীতশিল্পী তাপস বাপী ওরফে তাপস দাস। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। তার মধ্য়েও নাকে রাইস টিউব লাগিয়েও স্টেজ শো করে গিয়েছেন তিনি। জুন মাসে প্রয়াত হল সঙ্গীতশিল্পী। তাঁর মরদেহ নিয়ে গান গাইতে গাইতে কলকাতার রাস্তায় মিছিল করা হয়েছিল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিল বাংলার বিনোদন দুনিয়া।
অনুপ ঘোষাল
যাঁর গলায় প্রাণ পেয়েছিল গুপির কন্ঠ, এই বছর বাংলা হারাল কিংবদন্তি সেই সঙ্গীতশিল্পীকে। বছরের শেষে প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। সত্যজিৎ রায়ের পরিচালনায় গুপি-বাঘা সিরিজের সব ছবির গানের সঙ্গীতের পিছনে অবদান ছিল তাঁরই। গুপি-বাঘা সিরিজের গান ছাড়াও একাধিক অ্যালবাম রয়েছে সঙ্গীতশিল্পীর, যোগ দিয়েছিলেন রাজনীতিতেও। চলতি বছরে বাংলা হারাল এই শিল্পীকে।
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
কেবল রুপোলি পর্দা বা সঙ্গীত জগত নয়, ২০২৩ সাল বাংলা থেকে ছিনিয়ে নিয়েছে কিছু কিংবদন্তি লেখককেও। ছোটবেলায় পাণ্ডব গোয়েন্দার গল্প পড়েননি এমন বাঙালি এখনও মেলা ভার। এই বছর নিয়ে গেল সেই পাণ্ডব গোয়েন্দার স্রষ্টাকেও। ৮২ বছর বয়সে, হাওড়ার একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কেবল পাণ্ডব গোয়েন্দা নয়, একাধিক গোয়েন্দা সিরিজ ও ছোটদের জন্য বাংলা গল্প লিখেছিলেন তিনি।
সমরেশ মজুমদার
২০২৩ নিয়ে গেল 'কালপুরুষ', 'কালবেলা'-র স্রষ্টাকেও। প্রয়াত হয়েছেন সমরেশ মজুমদার। চলতি বছরের মে মাসে, একটি বেসরকারি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭৫ সালে প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস 'দৌড়'। জীবনকালে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি। ১৯৮৪ সালে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান সমরেশ মজুমদার। ২০১৮ সালে সেরা বাঙালির সম্মান দিয়ে তাঁকে সম্মানিত করেছিল এবিপি আনন্দ।
বাংলা ছাড়াও বিনোদন দুনিয়া এই বছর হারিয়েছে অনেক প্রিয় মানুষকেই। বছর শেষে সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষদের শ্রদ্ধা জানায় এবিপি লাইভ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।