এক্সপ্লোর
Advertisement
ধর্ষণের অভিযোগ মিঠুনের ছেলে মিমোর বিরুদ্ধে
নয়াদিল্লি: বর্ষীয়াণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন ভোজপুরী ছবির এক অভিনেত্রী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পাশাপাশি মিমো ওষুধ খাইয়ে তাঁকে গর্ভপাতে বাধ্য করিয়েছেন বলেও অভিযোগ। মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
দিল্লির রোহিণী আদালতে উঠেছে এই মামলা। আদালত মিমো ও যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআরের নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, এফআইআরে প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগও সামিল করতে হবে।
ওই অভিনেত্রীর অভিযোগ, কাজের সূত্রে মিমোর বাড়ি গিয়েছিলেন তিনি ২০১৫-র এপ্রিল মাসে। তখন থেকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মিমো। তারপর থেকে নিয়মিত তাঁদের মধ্যে সম্পর্ক হয়, মিমো তাঁকে বারবার বিয়ের প্রতিশ্রুতি দিতেন। ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে মিঠুন পুত্র তাঁকে গর্ভপাতের ট্যাবলেট খাওয়ান, বলেন, এখন বাচ্চা হলে তাঁর কেরিয়ার নষ্ট হবে।
কিছুদিন আগে অভিযোগকারিণী যখন মিমোকে ফের বিয়ের কথা বলেন, তিনি নাকি তাঁর কুষ্ঠী দেখতে চান। তারপর বলেন, বিয়ে হবে না কারণ কুষ্ঠী মিলছে না। ৭ তারিখ অন্য একজনকে বিয়ে করছেন মিমো।
এ সময়ে মিমোর মা যোগিতা বারবার ফোন করে ওই অভিনেত্রীকে হুমকি দিতেন বলে অভিযোগ। যোগিতা নাকি তাঁদের প্রভাব প্রতিপত্তির কথা উল্লেখ করে ভয় দেখাতেন তাঁকে। ফোনে কথাবার্তার অংশ ও মিমোর সঙ্গে তাঁর বিনিময় করা মেসেজও অভিযোগকারিণী আদালতে পেশ করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement