এক্সপ্লোর
বিয়ের পর প্রকাশ্যে এল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহর প্রথম ছবি

মুম্বই: বিয়ের পর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের কোনও ছবি বা ভিডিও দেখার আশায় সাগ্রহে অপেক্ষায় ছিলেন দুই বলিউড তারকার অনুগামীরা। সেই অপেক্ষার অবসান হল। বর রণবীর ও কনে দীপিকার প্রথম ছবি প্রকাশ্যে এল। ছবিতে লাল ও সোনালি রঙে শাড়িতে খুবই আকর্ষণীয় দেখিয়েছে দীপিকাকে। সাদা পোশাকে রণবীরকেও খুবই ঝলমলে দেখিয়েছে। বিয়ের পর তোলা এই ছবিতে দুজনকেই দারুণ হাসিখুশি দেখিয়েছে। দুটি রীতি মনে দীপিকা ও রণবীরের বিয়ে হয়েছে। প্রথমে ১৪ নভেম্বর বুধবার সকালে দীপিকার পরিবারের নিয়ম অনুসারে কোঙ্কণি প্রথায় বিয়ে হয়।এরপর ১৫ নভেম্বর রণবীরের পরিবারের নিয়ম অনুসারে সিন্ধি প্রথা অনুযায়ী বিয়ের অনুষ্ঠান হয়েছে। এই ছবি আজকের। ছবিতে রণবীরকে শেরওয়ানিতে দেখা গিয়েছে। আর তাঁর স্ত্রী দীপিকাকে দেখা গিয়েছে লাল-সোনালি রঙের লেহঙ্গায়। দীপিকার পোশাকের আঁচলে ‘সদা সৌভাগ্যবতী ভব’ লেখা রয়েছে বলে দেখা গিয়েছে।
বিয়ের অনুষ্ঠানে প্রায় ৪০ জন অতিথি হাজির ছিলেন বলে খবর। যদিও এ বিষয়ে নির্দিষ্টভাবে কোনও তথ্য নেই। গত শুক্রবার পরিবারের লোকজনদের নিয়ে ইতালি রওনা দিয়েছিলেন দীপিকা ও রণবীর।
একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সেরেছেন দীপিকা ও রণবীর। বিয়ের আগে বলিউডের এই জনপ্রিয় জুটি প্রায় ছয় বছর ডেট করেছেন। বিয়ের জন্য বিশ্বের অন্যতম সেরা সুন্দর ইতালির একটি শহর বেছে নেন। ইতালির মিলানের প্রায় ৮৪ কিলোমিটার দূর লেক কোমোর ধারে ছবির মতো ভিলায় হয় বিয়ের অনুষ্ঠান। দীপিকা ও রণবীরের এই ছবি গতকাল অর্থাত্ ১৪ নভেম্বরের। ওই দিন বিয়ের অনুষ্ঠান হয়েছিল কোঙ্কনি রীতি মেনে। ছবিতে দীপিকার কোলে ফুলে ভরা একটা ট্রে দেখা গিয়েছে, যাতে রয়েছে একটা লাল রঙের শাড়ি।View this post on Instagram
বিয়ের অনুষ্ঠানে প্রায় ৪০ জন অতিথি হাজির ছিলেন বলে খবর। যদিও এ বিষয়ে নির্দিষ্টভাবে কোনও তথ্য নেই। গত শুক্রবার পরিবারের লোকজনদের নিয়ে ইতালি রওনা দিয়েছিলেন দীপিকা ও রণবীর। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















