এক্সপ্লোর
শাহরুখের 'রঈস'-এর বিরুদ্ধে আদালতে গ্যাংস্টার-পুত্র, ১০১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
আমদাবাদ: শাহরুখ খানের আগামী ছবি ‘রঈস’-এর বিরুদ্ধে আদালতে প্রাক্তন গ্যাংস্টার আবদুল লতিফের ছেলে মুস্তাক আহমেদ। তাঁর প্রয়াত বাবার অবমাননা করা হয়েছে ‘রঈস’-এ, এমনই অভিযোগ মুস্তাকের। শাহরুখের ছবিটি লতিফের জীবনকে ভিত্তি করেই। কিন্তু মুস্তাকের দাবি, ছবির দ্বিতীয় পর্বে তাঁর বাবাকে খুবই আপত্তিকর ঢঙে দেখানো হয়েছে। এতে নষ্ট হয়েছে তাঁদের পরিবারের মান-সম্মান। এজন্য ১০১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লতিফ মামলা ঠুকেছেন শাহরুখের প্রডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, কো-প্রডিউসার এক্সেল এন্টারটেইনমেন্ট ও রাহুল ঢোলাকিয়া প্রডাকশনস-এর বিরুদ্ধে। সিটি সিভিল কোর্টের বিচারক আর টি ভাতসানি ১১ মে-র মধ্যে জবাব চেয়ে নোটিস দিয়েছেন শাহরুখের কোম্পানি ও বাকিদের। ছবির মুক্তি ও প্রমোশন সংক্রান্ত যাবতীয় নথি প্রকাশের ওপর ইনজাংশন জারির আবেদন জানিয়েছেন তিনি।
মুস্তাকের দাবি, ছবির স্ক্রিপ্ট তৈরির সময় তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছিল। লতিফের জীবন নিয়ে সিনেমা হচ্ছে, তেমনই বলা হয়েছিল বিজ্ঞাপনেও।
‘রঈস’ মুক্তি পাওয়ার কথা ৩ জুলাই। আটের দশকের গুজরাতে একাধিক খুন, অপহরণ ও অপরাধের মামলায় নাম ছিল লতিফের। সে দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সদস্য বলেই দাবি করা হত সে সময়। ১৯৯৫ সালে সে গ্রেফতার হয়। সবরমতী জেল থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে সে পুলিশের হাতে নিহত হয় ১৯৯৭ সালে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement