Top Entertainment News Today: প্রকাশ্যে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ফিল্মের ঝলক, মুক্তি পেল 'বাঘা যতীন' টিজার, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: প্রকাশ্যে 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির প্রথম টিজার (teaser out)। মুক্তি পেয়েছে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome To The Jungle) ছবির প্রথম ঝলক। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
'দাবাড়ু'র জৌলুস বাড়ালেন আনন্দ-প্রজ্ঞাননন্দ
দৌড়ঝাঁপ বা শরীর সর্বস্ব কসরত নয়। এ খেলা মগজাস্ত্রের লড়াই। যাঁর একাগ্রতা যত বেশি, তাঁর সাফল্যের সম্ভাবনাও তত উজ্জ্বল। ধৈর্যচ্যুতি মানেই পতন অনিবার্য। চৌষট্টি খোপের সেই লড়াইকে বড় পর্দায় তুলে ধরতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় আসছে পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত নতুন ছবি, 'দাবাড়ু'। যে ছবিতে ফুটিয়ে তোলা হবে বাংলার দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী। শুক্রবার বাইপাসের ধারে এক হোটেলে ছবির প্রি টিজ়ার পোস্টার উন্মোচিত হল। মুহূর্তটি স্মরণীয় হয়ে রইল আরও একটি কারণে। অনুষ্ঠানে হাজির ছিলেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। সঙ্গে তাঁর ছাত্র আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। যাঁকে বিস্ময়-দাবাড়ু বলছেন সকলে।
'জওয়ান' জ্বরে কাবু শিল্পপতি
তিনি ফুরিয়ে গিয়েছেন বলে দাবি উঠছিল গত কয়েক বছর ধরেই। কিন্তু প্রথমে ‘পাঠান’ এবং তার পর ‘জওয়ান’, 'বাদশা'র কোনও বিকল্প নেই বলে ফের প্রমাণ করলেন অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। বক্সঅফিসে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে তাঁর ছবি ‘জওয়ান’ (Jawan)। আর ‘জওয়ান’ জ্বর থেকে বাদ গেলেন না শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও (Anand Mahindra)। শাহরুখকে দেশের 'জাতীয় সম্পদ' ঘোষণার দাবি জানালেন তিনি। দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি ঘিরে উন্মাদনার ভিডিও শুক্রবার ট্যুইটারে (অধুনা X) পোস্ট করেন আনন্দ। তাতে তিনি লেখেন, 'প্রত্যেক দেশ নিজের প্রাকৃতিক খনিজ সম্পদকে আগলে রাখে। খনন করে তা তুলে রফতানি করে বিদেশে, যাতে সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার ফুলে ফেঁপে ওঠে। এবার হয়ত শাহরুখ খানকে জাতীয় সম্পদ ঘোষণার সময় এসেছে'।
জন্মদিনে মহাকালেশ্বর মন্দিরে ক্যামেরার লেন্সবন্দি অক্ষয়
মহাকালেশ্বর মন্দিরে বলিউডের তারকা অক্ষর কুমারের (Akshay Kumar) সঙ্গে দেখা গেল তারকা খেলোয়ার শিখর ধবনকে। অভিনেতার ছেলে আরভও তাঁরই পাশে বসে ছিলেন। শনিবার অক্ষয় কুমারের জন্মদিন। ৫৬-এ পা দিলেন 'খিলাড়ি কুমার'। সেই উপলক্ষ্যেই সম্ভবত তিনি উজ্জয়িনীতে গেরুয়া বসনে হাজির হয়েছেন। মন্দিরে পুজোও দেন তিনি।
প্রকাশ্যে 'রক্তবীজ' ফিল্মের নতুন গান 'গোবিন্দ দাঁত মাজে না'
'রক্তবীজ' ছবির প্রথম গানে অঙ্কুশ হাজরার ক্যামিও। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী অভিনীত, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ' বড় পর্দায় মুক্তি পাবে ১৯ অক্টোবর। তার আগে প্রকাশ্যে এল সুরজিৎ চট্টোপাধ্যায়ের লেখায় ও সুরে, তাঁরই গাওয়া 'গোবিন্দ দাঁত মাজে না' গানের ভিডিও। এদিন উইন্ডোজ প্রোডাকশনের তরফে গানের ভিডিও পোস্ট করে লেখা হয়, 'ফ্রম হাওড়া টু বর্ধমান, গয়া টু কাশী। মেইন লাইন কর্ড লাইন, ওগো মেসো আর মাসি। সকলে জানে রে কেউ কিছুই বলে না। কেন গোবিন্দ দাঁত মাজে না!' এর আগে 'উইন্ডোজ'-এর অফিসিয়াল হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়, সেখানে লেখা হয়, 'সবাই দাঁত মাজে। কিন্তু একজন মাজে না।' সেই ব্যক্তির সঙ্গে কথা মতো দুপুর ১২টায় দেখা করিয়েছে নির্মাতারা।
পিছিয়ে গেল কঙ্গনার 'চন্দ্রমুখী ২' মুক্তির তারিখ
পিছিয়ে গেল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও রাঘব লরেন্সের (Raghava Lawrence) নতুন ছবি 'চন্দ্রমুখী ২'-এর মুক্তির তারিখ। নির্মাতাদের তরফে বলা হচ্ছে যে প্রযুক্তিগত দেরির কারণে পিছোচ্ছে মুক্তির তারিখ। পি বাসু পরিচালিত এই ছবি ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেই তারিখ পিছিয়ে দেওয়া হল। ১৯ সেপ্টেম্বর নয়, 'চন্দ্রমুখী ২' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর। 'লাইকা প্রোডাকশন'-এর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘোষণা করা হয়েছে যে 'চন্দ্রমুখী ২ ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রযুক্তিগত দেরির কারণে। ভেত্তাইয়ান ও চন্দ্রমুখী আরও ভয়ঙ্কর হয়ে ফিরতে চলেছে। বাড়তি ট্রিটের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে।'
'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবির প্রথম ঝলক প্রকাশ
ওয়েলকাম ৩' (Welcome 3) নিয়েও চড়ছে উন্মাদনার পারদ। আর কথা মতোই আজ অক্ষয় কুমারের (Akshay Kumar) জন্মদিনে প্রকাশ্যে এল 'ওয়েলকাম ৩'-র প্রথম ঝলক। এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো অভিনেতারা রয়েছেন। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome To The Jungle)। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হতে চলেছে এই ছবি (Welcome To The Jungle)। 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-র প্রোমোতে দেখা যাচ্ছে আর্মি পোশাকে হাতে বন্দুক নিয়ে সারিবদ্ধভাবে রয়েছে এই ছবির লিড তারকারা। আর সকলে মিলে 'টুনাক টুনাক টুন' গানটি গাইছেন। আর তারপরই আলাদা আলাদা ভাবে প্রত্যেক তারকাকে ক্যামেরা ফোকাস করছে। এছাড়া প্রোমোতে দুই প্রাক্তন অক্ষয়ের সঙ্গে দেখা গেছে রবিনা টন্ডনকেও।
দেবের নতুন ছবির টিজার প্রকাশ্যে
দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল দেব (Dev) অভিনীত 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির টিজার (Teaser Out)। বাংলা ও হিন্দি (Hindi) দুই ভাষাতেই টিজার মুক্তি পেয়েছে এদিন। শনিবার 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবির টিজার শেয়ার করে লেখা হয়, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সগৌরবে উপস্থাপন করছে 'বাঘা যতীন'-এর টিজার। বাঘা যতীন এক বঙ্গসন্তান যাঁর হুঙ্কারে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই মহান বলিদান ও লড়াইয়ের বীরগাঁথা নিয়ে বড়পর্দায় আমরা আসছি ১৯ অক্টোবর।' এই ছবির হিন্দি সংস্করণ মুক্তি পাবে ২০ অক্টোবর।
দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যবসা শাহরুখের ছবির
প্রথম দিনেই বাজিমাত! বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অ্যাটলি (Atlee) পরিচালিত 'জওয়ান' (Jawan)। প্রথম দিনের আয়ের নিরিখে হিন্দি ছবির সর্বকালের সর্বোচ্চ ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি। এবার দ্বিতীয় দিনের আয় কোথায় দাঁড়াল সেই দিকে নজর সকলের। প্রথম দিনের হিসেবে দ্বিতীয় দিনে (Box Office Collection Day 2) ব্যবসা পড়লেও, যা আয় হয়েছে তা যে কোনও ব্লকবাস্টার ছবির সমান। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, দ্বিতীয় দিনে 'জওয়ান' ছবির আয় বেড়েছে বিকেল সাড়ে ৪টের পর। বিকেলের ও রাতের শোয়ে বেড়েছে দর্শক সংখ্যা। বৃহস্পতিবার ছবির হিন্দি সংস্করণ ৬৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে ছবির হিন্দি সংস্করণ কেবল আয় করেছে ৪৬.২৩ কোটি টাকা। মোট আয় গিয়ে দাঁড়াল ১১১.৭৩ কোটি টাকায়। এটি কেবল হিন্দি ভাষার হিসেব। দ্বিতীয় তামিল ও তেলুগু সংস্করণ মিলিয়ে ছবির আয়ের পরিমাণ ৭ কোটি। অর্থাৎ প্রথম দুই দিন মিলিয়ে তামিল ও তেলুগুতে আয়ের পরিমাণ ১৬.৫০ কোটি টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন