এক্সপ্লোর

Top Entertainment News Today: সারাদিনের সেরা বিনোদনের খবরগুলি এক নজরে

বেশ কিছু তারকা করোনায় (Coronavirus) আক্রান্ত হলেন। তাই এক নজরে দেখে নেওয়া যাক বিনোদনের জগতে আজ সারাদিন কোথায় কী হল (Top Entertainment News Today)

কলকাতা: বছরের প্রায় শেষ লগ্নে আমরা এসে গিয়েছি। টলিউড (Tollywood) থেকে বলিউডের (Bollywood) বিভিন্ন তারকারা এই মুহূর্তের বর্ষবরণের উদ্দেশে বেড়িয়ে পড়েছেন প্রিয়জনদের সঙ্গে নানা জায়গায়। ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন তারকারা। তারই মধ্যে বেশ কিছু তারকা করোনায় (Coronavirus) আক্রান্ত হলেন। তাই এক নজরে দেখে নেওয়া যাক বিনোদনের জগতে আজ সারাদিন কোথায় কী হল (Top Entertainment News Today)-

আর্নল্ড শোয়ার্ৎজেনেগারের বিবাহ বিচ্ছেদ-

আলাদা থাকছেন প্রায় ১০ বছর ধরে আলাদা থাকছেন। এতদিন পর সরকারিভাবে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন বলিউড তারকা আর্নল্ড শোয়ার্ৎজেনেগার ও সাহিত্যিক মারিয়া শ্রিভার। ১৯৮৬ সালে মারিয়া শ্রিভারের সঙ্গে বিয়ে হয় আর্নল্ড শোয়ার্ৎজেনেগারের। ১৯৭৭ সালে একটি টেনিসের ইভেন্টে তাঁদের আলাপ হয়। ৯ বছর পর তাঁরা বিয়ে করেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে তাঁদের চার সন্তান ক্যাথারিন শোয়ার্ৎজেনেগার, ক্রিস্টিনা শোয়ার্ৎজেনেগার, প্যাট্রিক শোয়ার্ৎজেনেগার ও ক্রিস্টোফার শোয়ার্ৎজেনেগারের জন্ম হয়। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত যখন দু’বার ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন আর্নল্ড শোয়ার্ৎজেনেগার, সেই সময়ও তাঁর সঙ্গে মারিয়া শ্রিভারের সম্পর্ক ভাল ছিল। কিন্তু ‘দ্য টার্মিনেটর’-খ্যাত অভিনেতা প্রকাশ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ার পরেই স্ত্রীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে।

করোনায় আক্রান্ত নোরা ফতেহি-

করোনায় আক্রান্ত নোরা ফতেহি। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি জারি করেন তাঁর মুখপাত্র। সেই অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত অভিনেত্রী। করোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী। বিএমসি-র বিধি-নিষেধ মেনে চলছেন। তাঁর মুখপাত্র বিবৃতিতে আরও জানান, সমস্ত প্রোটোকল মেনে নোরা কোয়ারেন্টিনে রয়েছেন। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। তাছাড়া মুখপাত্র জানিয়েছেন, গতকাল থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলি আগের ইভেন্টের। দিনকয়েক কোথাও যাননি নোরা। তাই আমাদের অনুরোধ, দয়া করে পুরনো ছবি এড়িয়ে যান।

আরও পড়ুন - Karan Johar Update: সিনেমাহল খোলা রাখতে দিল্লির সরকারের কাছে আবেদন কর্ণ জোহরের

সলমনের জন্মদিনে ক্যাটরিনার উপহার-

ক্যাটরিনা কাইফের বিয়েতে বহু মূল্যের উপহার দিয়েছিলেন ভাইজান। পাল্টা ভাইজানকেও জন্মদিনে বহু মূল্যের উপহার দিলেন ক্যাটরিনা। জানা গিয়েছে, প্রাক্তন প্রেমিকের জন্মদিনে সোনার ব্রেসলেট উপহার দিয়েছেন 'সূর্যবংশী' অভিনেত্রী। যার দাম ২ থেকে ৩ লক্ষ টাকা। ৫৬ তম জন্মদিন বেশ ঘটনাবহুলই কাটালেন সলমন খান। অভিনেতাকে সাপে কামড়ানো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।

'জার্সি'র জন্য শাহিদের আত্মত্যাগ-

'জার্সি' ছবিতে অভিনয়ের জন্য ৩১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছিলেন শাহিদ কপূর। কিন্তু এমন পরিস্থিতিতে ছবিটি ওটিটির পরিবর্তে পরবর্তীতে যাতে সিনেমাহলে মুক্তি পায়, তার জন্য নিজের পারিশ্রমিক থেকে ৫ কোটি টাকা কমিয়ে দেন অভিনেতা। শুধু তাই নয়, আনুষাঙ্গিক আরও খরচাখরচ বাবদ আরও ৫ কোটি টাকা কমিয়ে দেন তিনি। অর্থাৎ, মোট পারিশ্রমিকের থেকে ১০ কোটি টাকা কমিয়ে দিলেন শাহিদ কপূর। শোনা গিয়েছে, শাহিদের এমন আত্মত্যাগে আপ্লুত ছবি নির্মাতারা। তাঁরা ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে সিনেমাহলে মুক্তির জন্যই এবার অপেক্ষা করবেন।

তুলনায় ভালো আছে সহদেব-

হাসপাতালে ভর্তি করার সময়ও জ্ঞান ছিল না সহদেবের। এখন কেমন আছে সে? প্রসঙ্গে বাদশা তাঁর মাইক্রো ব্লগিং সাইটে জানান, 'সহদেব এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। ওর জ্ঞান ফিরেছে। ওকে রাইপুরের একজন ভালো নিউরো সার্জেনের কাছে নিয়ে যাওয়া হবে খুব দ্রুতই। আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।'

করোনায় আক্রান্ত বোমান ইরানির ছেলে-

মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বোমান ইরানির ছেলে কায়োজি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে খবরটা জানিয়ে তিনি লেখেন, 'তো, আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এলো। অ্যালকোহল নয়। ননভেজ খাবার নয়। জনবহুল জায়গাতেও যাওয়া নয়। কখনও ভাবিনি আমাকে এগুলো বলতে হবে। কিছু কিছু উপসর্গ দেখা দিয়েছে। আর এটা অবশ্যই মজা নয়। তাই সবাইকে বলা, প্রত্যেকে কোভিড বিধি মেনে চলুন। বাইরে বেরনোর আগে ভেবে সিদ্ধান্ত নিন। কঠিন পরিস্থিতি চলছে। প্রত্যেকে শক্ত থাকুন। দেখা হচ্ছে ২০২২-এ।' বোমান ইরানির ছেলে কায়োজি পরিচিত মুখ হয়ে ওঠেন নেটফ্লিক্সে 'আনকাঁহি' ছবি পরিচালনা করার জন্য।

সম্পর্ক ছেদের পর বিস্ফোরক সুস্মিতা সেন-

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, 'আমি যেকোনও কিছুতেই ১০০ শতাংশ দেওয়া মানুষ। আমি যখন কাউকে ভালোবাসি একশো শতাংশ ভালোবাসি। তাই যখন সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তখন তাঁকে ছেড়ে দেওয়াও একশো শতাংশ দরকার। কারণ, কোনও ব্যক্তিকেই আমাদের কোনও দোটানার মধ্যে রাখা উচিৎ নয়। এই সত্যটাই সবথেকে বেশি জরুরি। আর এর ফলেই মানুষ চিরকাল বন্ধু হয়ে থেকে যেতে পারে। সেই সম্পর্কটাকেও গুরুত্ব দেওয়া দরকার।'

দিল্লির সরকারের কাছে আবেদন কর্ণ জোহরের-

দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল এবং মাল্টিপ্লেক্স বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ফের প্রশ্নের মুখে ছবির ব্যবসা। বলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহর (Karan Johar) সম্প্রতি দিল্লির সরকারের কাছে আবেদন জানালেন সঠিক কোভিড বিধি মেনে সিনেমাহল খোলা রাখার। এদিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ছবি নির্মাতা কর্ণ জোহর লেখেন, 'আমরা দিল্লির সরকারের কাছে আবেদন জানিয়েছি সিনেমাহল খোলা রাখার জন্য। করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য যাবতীয় সুরক্ষা বিধি মেনে সিনেমাহল খোলা রাখা যেতে পারে। নিরাপদ দূরত্ব বজায় রেখে দর্শকরা সিনেমাহলে আসতে পারেন।' ছবি নির্মাতা কর্ণ জোহর তাঁর এই টুইট ট্যাগ করেন দিল্লির বিপর্যয় মোকাবিলা মন্ত্রক, অরবিন্দ কেজরিওয়ালকে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Earthquake News: ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
West Bengal News Live: কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
Pranab Mukherjee Memorial: প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
Cyber Fraud : সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
Advertisement
ABP Premium

ভিডিও

Fake Passport: কী উদ্দেশে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট-ভিসা ? জানতে চায় তদন্তকারীরা   | ABP Ananda LIVEBangladesh News: ক্রমেই বাড়ছে অনুপ্রবেশ, গরুপাচার। চিন্তা বাড়াচ্ছে কাঁটাতারবিহীন অঞ্চল নিয়ে | ABP Ananda LIVEGhanta Khanek Sange Suman (০৭.০১.২০২৫) পর্ব ২: কুলতলিতে ফের লোকালয়ে বাঘ, জঙ্গলে টানটান সার্চ অপারেশন | ABP Ananda LIVEGhanta Khanek Sange Suman (০৭.০১.২০২৫) পর্ব ১: কাঁটাতার দেওয়া নিয়ে বেনজির সংঘাত, সীমান্তে মুখোমুখি BSF-BGB | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News: ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
West Bengal News Live: কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
Pranab Mukherjee Memorial: প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
Cyber Fraud : সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
Aadhaar Card : আপনার আধার কার্ডে একের বেশি মোবাইল সিম তুলেছেন ! কী হতে পারে জানেন ? 
আপনার আধার কার্ডে একের বেশি মোবাইল সিম তুলেছেন ! কী হতে পারে জানেন ? 
Bangladesh News: দোকান বন্ধ করে ফিরছিলেন বাড়ি, বাংলাদেশের ঝালকাঠিতে হিন্দু যুবককে কুপিয়ে 'খুন', 'একটা বার্তা দেওয়া হচ্ছে..' !
দোকান বন্ধ করে ফিরছিলেন বাড়ি, বাংলাদেশের ঝালকাঠিতে হিন্দু যুবককে কুপিয়ে 'খুন', 'একটা বার্তা দেওয়া হচ্ছে..' !
Donald Trump on Canada: সীমা সম্প্রসারণে পথে ট্রাম্প? কানাডা কি নিয়ে নেবে আমেরিকা? একের পর এক মন্তব্যে বাড়ছে উদ্বেগ
সীমা সম্প্রসারণে পথে ট্রাম্প? কানাডা কি নিয়ে নেবে আমেরিকা? একের পর এক মন্তব্যে বাড়ছে উদ্বেগ
Tibet Earthquake Reason: প্রকৃতি বড় নির্দয় এখানে, ঘন ঘন কেঁপে ওঠে মাটি, নিদারুণ অতীতের জন্যই এত যন্ত্রণা তিব্বতের
প্রকৃতি বড় নির্দয় এখানে, ঘন ঘন কেঁপে ওঠে মাটি, নিদারুণ অতীতের জন্যই এত যন্ত্রণা তিব্বতের
Embed widget