Top Enertainment News Today: গরুপাচারকাণ্ডে দেবকে সিবিআই নোটিস, ফের ত্রাতা সোনু সুদ, বিনোদনের সারাদিন
বিনোদন জগতে আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।
কলকাতা: গরুপাচারকাণ্ডে নাম জড়াল ঘাটালের সাংসদ দেবের। গরুপাচারকাণ্ডে দেবকে নোটিস পাঠাল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে 'গহেরাইয়াঁ' (Gehraiyaan)। তার দিন দুই আগে আজ, বুধবার মুক্তি পেল ছবির নতুন গান 'বেকাবু' (Beqaaboo)। বিনোদন জগতে আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।
গরুপাচারকাণ্ডে দেবকে তলব সিবিআইয়ের
এবার গরুপাচারকাণ্ডে নাম জড়াল ঘাটালের সাংসদ দেবের। গরুপাচারকাণ্ডে দেবকে নোটিস পাঠাল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতাকে সিবিআই নোটিস।গরুপাচারকাণ্ডে দেবকে সিবিআই তলব। সূত্রের খবর, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে।
গানের সুরে 'গহেরাইয়াঁ', মুক্তি পেল 'বেকাবু'
দর্শক অধীর আগ্রহে অপেক্ষারত। ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে 'গহেরাইয়াঁ' (Gehraiyaan)। তার দিন দুই আগে আজ, বুধবার মুক্তি পেল ছবির নতুন গান 'বেকাবু' (Beqaaboo)। দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে এবং ধৈর্য্য কারওয়া (Deepika Padukone, Siddhant Chaturvedi, Ananya Panday, and Dhairya Karwa) অভিনীত, শকুন বাত্রার (Shakun Batra) ছবি নতুন গান 'বেকাবু'। গানটি লিখেছেন কৌসর মুনির। সুর দিয়েছেন সভেরা এবং ওফ। গানটি গেয়েছেল শাল্মলী খোলগড়ে এবং সভেরা।
সোশ্যাল মিডিয়ায় সুখবর গুরমিত-দেবিনার
সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন নিজেরাই। পরিবারে আসছে জুনিয়ার চৌধুরী। দুই থেকে তিন হতে চলেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। আজ সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেন দেবিনা। কালো পোশাকে দাঁড়িয়ে আছেন দেবিনা, ছবিতে স্পষ্ট তাঁর বেবি বাম্প। পাশে দেবিনাকে আগলে দাঁড়িয়ে গুরমিত। ক্যাপশানে দেবিনা লিখেছেন, ' দুই থেকে ৩ হওয়ার পথে। চৌধুরী জুনিয়র আসছে। সবার আশীর্বাদ চাই।'
ত্রাতা সোনু সুদ!
ফের ভাইরাল সোনু সুদ (Sonu Sood) ! আবারও সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। নিজেকে উজাড় করে সাহায্য করলেন। সম্প্রতি অভিনেতার সংস্থা 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন'-এর (Sood Charity Foundation) সোশ্যাল মিডিয়া থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে পথ দুর্ঘটনায় জখম হওয়া এক ব্যক্তি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন সোনু। বুধবার সন্ধ্যায় শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সোনু এবং তাঁর দল একটি হাইওয়েতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং একজন অচেতন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করছে।
র্যাপিড ফায়ারে 'মিমি'জ সিক্রেট'
সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে নতুন সিরিজ শুরু করেছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 'মিমি'জ সিক্রেট' (Mimi's Secret)। সেখানেই নিজের বিষয়ে ছোট্ট ছোট্ট জিনিস ভাগ করে নিতেন তিনি। বেশ কিছুদিন পর ফের নিজের আরও একটি ছোট্ট সিক্রেট ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে তিনি একটি র্যাপিড ফায়ার রাউন্ড খেলেছেন। আজকের শেয়ার করে নিয়েছেন তাঁর ছোট্ট ছোট্ট পছন্দ অপছন্দের কথা। প্রথমেই মিমিকে প্রশ্ন করা হচ্ছে তিনি পাহাড় ভালোবাসেন না সমুদ্র? একটু ভেবে মিমি উত্তর দিচ্ছেন, সমুদ্র। এরপর মিমিকে প্রশ্ন করা হচ্ছে, এরপর তাঁকে প্রশ্ন করা হয় তিনি সিনেমা দেখতে ভালোবাসেন নাকি বই পড়তে? মিমি উত্তর দেন, নির্ভর করছে আমার মনের ওপর। এরপরের প্রশ্ন, অর্ডার করে খাওয়া নাকি মায়ের হাতের রান্না? হাসতে হাসতে মিমি উত্তর দেন, 'আমার মা রান্না করে না। করতে মায়ের হাতের রান্নাই। নাহলে অর্ডার করে খাওয়া।' এরপর দেখা যায়, মাটিতে বসে বিরিয়ানী অর্ডার করছেন মিমি। শেষ প্রশ্ন, ' গরম না শীত'? মিমি উত্তর দেন, 'অবশ্যই ঠাণ্ডা।'
মুক্তি পেল 'বধাই দো' ছবির নতুন গান
খুব শীঘ্রই মুক্তি পাবে বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao) এবং ভূমি পেড়নেকরের (Bhumi Pednekar) কমেডি ড্রামা 'বধাই দো' (Badhaai Do)। আয়ুষ্মান খুরানার 'বধাই হো' ছবির সিক্যুয়েল এটি। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার এবং আরও একটি গান মুক্তি পেয়েছে। যা দেখে নেট নাগরিকদের বুঝতে অসুবিধা হয়নি যে ছবিটি কমেডির মোড়কে সমাজকে বিশেষ বার্তা দেওয়ার। এবার এই ছবির আরও একটি গান মুক্তি পেল। 'বন্দি টোট'। রাজকুমার রাও ও ভূমি পেডনেকর অভিনীত নতুন ছবি 'বধাই দো'র নতুন গান মুক্তি পেল। আর নেট দুনিয়ায় এই গান মুক্তি পেতেই নেট নাগরিকদের মধ্যে হাসির রোল উঠেছে। 'বধাই দো' ছবির গোটা অ্যালবাম তৈরি করেছেন অমিত ত্রিবেদী, তনিশ্ক বাগচী, অঙ্কিত তিওয়ারি ও খামোশ শাহ। হর্ষবর্ধন কুলকর্নি পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। গানের মাধ্যমে, নির্মাতারা শার্দুল এবং সুমির আজব বিয়ের বর্ণনা করেছেন। এই গানটি তাঁদের বিবাহিত জীবন এগিয়ে যাওয়ার গল্প শোনায়।