(Source: Poll of Polls)
Top Entertainment News Today: ভুবন বাদ্যকরের নতুন গান, প্রকাশ্যে 'টাইগার থ্রি'র মুক্তির দিন, এক নজরে সেরা বিনোদনের খবর
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতের সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন।
কলকাতা: নতুন গান বাঁধলেন ভুবন বাদ্যকর। টাইগার থ্রি ছবির মুক্তির দিন ঘোষণা করলেন সলমন খান। সোহম চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। ফুকরে থ্রি ছবি থেকে সরলেন আলি ফজল। টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতের সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন।
'সুন্দরবনের বিদ্যাসাগর' নিয়ে উচ্ছ্বসিত ঋদ্ধি-উষসী-
ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এখন ল্যাম্পপোস্টের নিচে বসে টেবিল চেয়ার নিয়ে পড়াশোনা করছে 'সুন্দরবনের বিদ্যাসাগর'! সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর ট্রেলার জুড়ে রইল এক ছাত্রের প্রতি প্রত্যাশা আর তার বদলে যাওয়া জীবনের গল্প। টলিউডে ফের নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)! কৌশিক পুত্রের বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে উষসী রায়কে (Ushasi Ray)। 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজের অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ পেয়েছে সদ্যই। আর ৩ তারিখ, বৃহস্পতিবার মুক্তি পেল ওয়েব সিরিজের ট্রেলার।
মায়ের জন্মদিনে মনখারাপি পোস্ট ঋদ্ধিমার-
সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর কথা জানিয়েছিলেন ঋদ্ধিমা নিজেই। মায়ের পুরনো সাদা কালো ছবি পোস্ট করে ঋদ্ধিমা লিখেছিলেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি নেই। বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি..মা ..বড্ড তাড়াতাড়ি। আমার প্রতিটা নিশ্বাসে যেন তোমায় অনুভব করছি। মানে নিতে কষ্ট হচ্ছে আমায় সামলাবার জন্য তুমি আর নেই। আমি জানি না আমি বা আমাদের জীবন তোমায় ছাড়া কী করে কাটবে? তোমায় কথা দিচ্ছি, আমি চিরকাল তোমায় গর্বিত করব। আমাদের মধ্যে দিয়েই তুমি বেঁচে থাকবে। তোমার সমস্ত স্বপ্ন আমি সত্যি করব। কিন্তু তোমার মত আমাকে আর কোনোদিন কেউ ভালোবাসবে না মা। তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। ভালো থেকো মা। হাসিখুশি থেকো।'
আরও পড়ুন - Rudra Film Twitter Review: কেমন হল অজয় দেবগনের 'রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস'? কী প্রতিক্রিয়া নেট দুনিয়ার?
অভিনয়ে ফিরলেন চেনা ঐন্দ্রিলা শর্মা-
ক্যান্সারে আক্রান্ত হয়েও যে স্বমহিমায় ফিরে আসা যায়, তার জ্যান্ত উদাহরণ টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর তাঁর অসুস্থ হওয়া, লড়াই করা, খানিক সুস্থ হওয়া, কেমো থেরাপি, অবসন্ন মুহূর্ত, সব লড়াই জিতে ফিরে আসা, সবকিছুর প্রত্যেক আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সব্যসাচী। অসুস্থতার প্রত্যেক মুহূর্তে ঐন্দ্রিলাকে আগলে রেখেছিলেন তিনি। এখন ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার পর তাঁর স্বাভাবিক জীবনের টুকরো খোঁজও মেলে সব্যসাচীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।
আসছে নতুন ছবি 'পালান'-
জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর আগামী ছবির নাম ঘোষণা করলেন। 'পালান' ছবিটি আগামী বছরে কিংবদন্তি পরিচালক প্রয়াত মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার, দেবপ্রতিম দাশগুপ্ত, যীশু সেনগুপ্ত ও পাওলি দাম। ছবির শ্যুটিং শুরু হবে ২৫ মার্চ থেকে। মূলত কলকাতায় হবে ছবির শ্যুটিং।
সোহমকে শুভেচ্ছা প্রসেনজিতের-
আজ অভিনেতা সোহমের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লিখেছেন, 'আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা বিট্টু। ভালোবাসা রইল। জীবনে আরও আরও উন্নতি করো। ভগবান তোমার মঙ্গল করুন।' এই পোস্টের উত্তরে সোহম লেখেন, 'তোমায় অনেক ধন্যবাদ মামু। সবসময় তোমার ভালোবাসা আর আশীর্বাদ চাই। আজ রাতের আয়োজনে তোমায় মিস করব।'
নেটফ্লিক্সে আসছে প্রথম ক্যুইজ শো-
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (OTT platform Netflix) আসছে নতুন 'ক্যুইজ শো' (Quiz Show)। আগামী ১ এপ্রিল তার প্রথম কথোপকথন দৈনিক কুইজ শো - 'ট্রিভিয়া কোয়েস্ট' - (Trivia Quest) নিয়ে আসছে নেটফ্লিক্স। শোনা যাচ্ছে এমনটাই। এই অনুষ্ঠানটি 'ট্রিভিয়া ক্র্যাক' থেকে অনুপ্রাণিত। এই অনুষ্ঠানে থাকবে ২৪টি 'মাল্টিপল চয়েস' প্রশ্ন। কলা, বিজ্ঞান থেকে শুরু করে একাধিক বিষয়ে থাকবে প্রশ্ন। একইসঙ্গে একটি ন্যারেটিভের মাধ্যমে অভিজ্ঞতা গড়ে তোলা হবে।
নতুন রূপে সানি লিওনি-
পরিচালক বিক্রম ভট্টের 'অনামিকা' ওয়েব সিরিজে কাজ করছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। আর এই ধারাবাহিকে তাঁর এক নতুন অবতার দর্শকেরা দেখতে পাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। 'জিসম টু' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সানি লিওনি। এক পর 'এক পহেলি লীলা' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সানি। 'ওয়ান নাইট স্যান্ড' ও 'মস্তিজাদে' ছবিতেও অভিনয় করেছিলেন সানি। অভিনেত্রী জানিয়েছেন, 'অনামিকা' ওয়েব সিরিজে তাঁর চরিত্রের অনেকগুলো স্তর রয়েছে। আর তাই, তিনি নিজের অভিনয় ক্ষমতাকে আরও ভালোভাবে প্রকাশ করার সুযোগ পাবেন বলে তাঁর বিশ্বাস।
'টাইগার থ্রি' ছবির মুক্তির দিন ঘোষণা-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'টাইগার থ্রি' ছবির একটি বিশেষ ভিডিও পোস্ট করেন সলমন খান (Salman Khan)। সঙ্গে লেখেন, 'আমরা সবাই নিজের নিজের খেয়াল রাখি। টাইগার থ্রি আসছে আগামী বছর ইদে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। আগামী ২১ এপ্রিল ২০২৩-এ আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে 'টাইগার থ্রি'। দেখা হচ্ছে সিনেমা হলে।' ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির মুক্তির দিন পোস্ট করেন।
গাড়ি দুর্ঘটনা নিয়ে নতুন গান বাঁধলেন 'বাদামকাকু'-
গাড়ি কিনেছিলেন তিনি, চালানোও শিখছিলেন। হঠাৎই ছন্দপতন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ভুবন বাদ্যকর। তবে দমে যাওয়ার পাত্র নন তিনি। সেরে উঠেই ফের বাঁধলেন নতুন গান। বিষয়? নাহ, বাদাম নয়, বরং গাড়ি দুর্ঘটনা। গেয়ে উঠলেন, 'নতুন গাড়ি.. ড্রাইভার হতে শখ যে করি..'
বাবা হলেন আদিত্য নারায়ণ-
গত ২৪ ফেব্রুয়ারি মুম্বইয়ের এক হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আদিত্য নারায়ণের স্ত্রী শ্বেতা আগরওয়াল। কিন্তু সঙ্গে সঙ্গেই সে কথা প্রকাশ্যে জানাননি তাঁরা। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুখবরটা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন আদিত্য নারায়ণ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সর্বশক্তিমানের আশীর্বাদে গত ২৪ ফেব্রুয়ারি আমাদের কন্যা সন্তান জন্ম নিয়েছে।' অভিনেতা-সঞ্চালকের পোস্টে তাঁদের জীবনের নতুন অতিথিকে স্বাগত জানিয়েছে নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। অভিনেতা শান্তনু মাহেশ্বরী কমেন্টে লিখেছেন, 'দুজনকেই অভিনন্দন।' অভিনেত্রী বরখা বিস্ত সেনগুপ্ত লিখেছেন, 'অভিনন্দন আদিত্য নারায়ণ। কন্যা সন্তান জীবনের আশীর্বাদ। জীবনের নতুন একটা অধ্যায় উপভোগ করো।'
গাড়ি কিনলেন শাহিদ কপূর-
জানা যায়, জন্মদিন উপলক্ষে নিজেকে যে গাড়ি উপহার দিয়েছেন শাহিদ কপূর, সেই মার্সিডিজ মেব্যাক এস৫৮০ গাড়ির দাম কম-বেশি ৩.৭৯ কোটি টাকা। পাপারাজ্জিদের পোস্ট করা একটি ভিডিওতে নতুন গাড়িতে উঠতে দেখা যায় তারকাকে।
ফুকরে থ্রি-তে নেই আলি ফজল-
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, একাধিক ছবির কাজের ব্যস্ততার কারণেই নাকি এই ছবিতে থাকতে পারছেন না আলি ফজল। জানা যায়, গোটা ফেব্রুয়ারি মাসটা 'কান্দাহার' ছবির শ্যুটিং এবং 'ডেন অন দ্য নাইল' ছবির প্রোমোশনের জন্য ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু ফের ব্যস্ত হয়ে পড়ার জন্যই ছবির সিক্যুয়েল থেকে সরে যান। তাহলে তাঁর অভিনীত জাফর ভাইয়ের চরিত্রে কাকে দেখা যাবে? জানা যাচ্ছে, আলি ফজলের অভিনীত চরিত্রে কাউকেই না রাখার সিদ্ধান্ত পরিচালক প্রযোজকদের। ছবির ঘনিষ্ঠ সূত্রে খবর, আলি ফজলের অনুপস্থিতি নিয়েই 'ফুকরে থ্রি' ছবির গল্প দেখানো হবে। অন্য কাউকে রাখা হচ্ছে না এই চরিত্রে। রিতেশ সিদওয়ানি এবং ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি এই ছবি পরিচালনা করছেন মৃঘদ্বীপ সিংহ লাম্বা। প্রথম দুই পার্টের সাফল্যের পর এখন দেখার তৃতীয় পার্ট বক্স অফিসে কতটা সাফল্য পায়।
কর্ণের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ স্টার কিডের-
এবার বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে অভিনেতা সঞ্জয় কপূরের কন্যা সনয়ার (Sanaya Kapoor)। সদ্যই মুক্তি পেয়েছে ছবির পোস্টার। 'বেধড়ক' (Bedhadak) ছবি দিয়ে বলিউডে পা পড়তে চলেছে এই স্টার কিডের। জানা যাচ্ছে, পরিচালক শশাঙ্ক খৈতানের সঙ্গে জুটি বেঁধেছেন কর্ণ জোহর। আর তাঁর পরিচালিত ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় দেখা যাবে সনয়া কপূরকে।