Top Entertainment News Today: হলি-বলি-টলি, এক নজরে আজকের সেরা ১০ বিনোদনের খবর
হলিউড, বলিউড কিংবা টলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন একসঙ্গে। আজকের সেরা বিনোদনের খবরগুলিতে চোখ বুলিয়ে নিন।
কলকাতা: হলিউড, বলিউড কিংবা টলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন একসঙ্গে। আজকের সেরা বিনোদনের খবরগুলিতে চোখ বুলিয়ে নিন।
শেষ 'দার্জিলিং জমজমাট'-এর শ্যুটিং-
শেষ হল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েবসিরিজ 'দার্জিলিং জমজমাট' (Darjeeling Jomjomat)-এর শ্যুটিং। একই ফ্রেমে ধরা দিলেন ফেলুদা, লালমোহন, তোপসে থেকে শুরু করে ছবির সমস্ত কলাকুশলী, পরিচালকও। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষের খবর দিয়ে গোটা দলের ছবি পোস্ট করলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।
সহজের সঙ্গে প্রিয়ঙ্কার এপ্রিল ফুল-
আজ সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও পোস্ট করেন প্রিয়ঙ্কা। সেখানে দেখা যাচ্ছে, তিনটি বোতল নিয়ে বসে আছেন তিনি। একটিতে ঠাণ্ডা পানীয়, একটিতে সয়া সস অন্যটিতে সোডা। প্রথমে ঠাণ্ডা পানীয় একটি অন্য বোতলে ঢেলে সেটি খালি করে নিচ্ছেন প্রিয়ঙ্কা। এরপর ঠাণ্ডা পানীয়র লেবল লাগা বোতলে ভরে দিচ্ছেন সয়া সস ও সোডা, যা দেখতে লাগছে অবিকল ওই ঠাণ্ডা পানীয়র মতো। এরপর সহজকে ডেকে সেই ঠাণ্ডা পানীয় খেতে বলেন তিনি। এক ঢোক গলায় ঢেকেই মুখ কুঁকচে গেল সহজের। টক সেই পানীয় খেয়ে বিরক্ত হয়ে উঠে গেল সে, অন্যদিকে হাসিফে ফেটে পড়লেন প্রিয়ঙ্কা।
সন্তুর বাজানোর চেষ্টা ইউভানের-
সোশ্যাল মিডিয়ায় আজ সকালেই একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ইউভানের হাতে সন্তুর বাজানোর যন্ত্র ধরিয়ে দিচ্ছেন একজন। আর নতুন জিনিস হাতে পেয়ে তার মুখেও হাসি। রাজ ক্যাপশনে লিখছেন, 'নতুন বাদ্যযন্ত্র পেয়ে খুব খুশি ইউভান' সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওতে ট্যাগ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
বিস্ফোরক রণধীর-
'স্মৃতিভ্রমের রোগে মোটেই আক্রান্ত নই আমি', ভাইপো রণবীর কপূরের বক্তব্য ওড়ালেন জ্যেঠু রণধীর কপূর। শুধু তাই নয়, কার্যত রণবীরকে কটাক্ষ করে তিনি দাবি করলেন, মনগড়া কথা বলছে রণবীর।
আরও পড়ুন - 6 years of Ki and Ka: অভিনব কায়দায় 'কি অ্যান্ড কা' ছবির ৬ বছর উদযাপন অর্জুন কপূরের
'দশভি'-র জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা মা জয়ার-
ছেলের ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন মা। অভিষেক বচ্চনের নতুন ছবি 'দশভি'-র জন্য় বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন মা জয়া বচ্চন। এই স্ক্রিনিং করা হয়েছিল কেবলমাত্র সংসদের সতীর্থ সাংসদদের জন্য। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে অভিষেক বচ্চন (Abhishek Bacchan), নিমরত কৌর (Nimrat Kaur) ও ইয়ামি গৌতম (Yami Gautam) অভিনীত 'দশভি'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
নতুন খবর দিলেন প্রিয়ঙ্কা চোপড়ার মা-
মা হওয়ার পর থেকে স্বামী নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসেই রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। আর তাঁর মা রয়েছেন ভারতে। এখনও পর্যন্ত নাতনির সঙ্গে তাঁর দেখা হয়নি বলেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রীর মা মধু চোপড়া (Dr. Madhu Chopra)। এর কারণ হিসেবেও তিনি জানিয়েছেন যে, করোনা পরিস্থিতি চলছে বিশ্বজুড়ে। সদ্যোজাত সন্তানের স্বাস্থ্যে যাতে কোনওভাবে তার প্রভাব না পড়ে, তার জন্য়ই এই সিদ্ধান্ত তাঁদের। তবে, তিনি জানিয়েছেন যে, খুব শীঘ্রই নাতনির সঙ্গে তাঁর দেখা হবে।
উইল স্মিথকে পুলিশ 'গ্রেফতার করতে প্রস্তুত' ছিল-
অস্কারে কৌতুক অভিনেতা ক্রিস রককে আক্রমণ করার পরে পুলিশ কর্মকর্তারা উইল স্মিথকে গ্রেফতার করতে প্রস্তুত ছিল, বৃহস্পতিবার জানান অনুষ্ঠানের প্রযোজক (Show Producer)। হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধেয় এমন মর্মান্তিক পর্বের পর প্রথম প্রকাশ্য মন্তব্যে, উইল প্যাকার (Will Packer) বলেন যে অফিসাররা যখন তাঁর সঙ্গে কথা বলতে আসেন তখন তিনি রকের সঙ্গে ছিলেন।
গণেশ আচারিয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ-
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার (Ganesh Acharya) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। সম্প্রতি মুম্বই পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। যদিও ঘটনাটি একেবারে নতুন নয়। বরং তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছিল ২০২০ সালে। তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই ঘটনায় তদন্তকারী দলকে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ অফিসার সন্দীপ শিন্ডে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ, ৩৫৪-সি, ৩৫৪-ডি, ৫০৯, ৩২৩, ৫০৪, ৫০৬ এবং ৩৪ ধারায় কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি তাঁর এক সহ-নৃত্যশিল্পীকে যৌন হেনস্থা করেছেন।
রেকর্ড গড়ল 'আরআরআর'-
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আরআরআর' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে, মাত্র এক সপ্তাহেই ৭১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। যদিও এই সংখ্যা 'আরআরআর' ছবির বিশ্বজোড়া বক্স অফিস কালেকশন। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, হিন্দি, মালায়লম এবং আরও বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে। ফলে ব্যবসাও হয়েছে ব্যাপক। ভারতেই এই ছবি ব্যবসা করে ফেলেছে এক সপ্তাহে ৫৬০ কোটি টাকার। বাকিটা দেশের বাইরে।
জন আব্রাহামের 'অ্যাটাক' কেমন লাগল দর্শকদের?
এক নেট নাগরিক প্রতিক্রিয়া জানাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'জন আব্রাহামের পাওয়ার প্যাকড পারফরম্যান্স দুর্দান্ত লাগল। বলিউডে এখন এই ধরনের ছবি হওয়া খুব প্রয়োজন। 'অ্যাটাক' ছবি গোটাটাই খুব ভালো। রকুলপ্রীত সিংহ তাঁর নিজের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। পর্দায় তাঁকে দেখতেও খুব ভালো লেগেছে। আর একইরকমভাবে প্রশংসনীয় জ্যাকলিন ফার্নান্ডেজ।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'রকুলপ্রীত সিংহের অসাধারণ পারফরম্যান্সের জন্যই দর্শকের পছন্দ হবে 'অ্যাটাক'। আশা করছি অজয় দেবগনের 'রানওয়ে ৩৪'-এও রকুলপ্রীতকে একইরকম ভাল লাগবে।' বহু নেট নাগরিক একইরকম প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা লিখেছেন, 'বলিউডের সবথেকে বড় অ্যাকশনধর্মী ছবি 'অ্যাটাক'। যদি আপনি অ্যাকশনধর্মী ছবি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই ছবি দেখা দরকার।'