Top Entertainment News Today: বিনোদনের দুনিয়ার সেরা খবরগুলি একঝলকে
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতের সেরা খবরগুলি দেখে নিন এক ঝলকে (Top Entertainment News Today)।
কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতের সেরা খবরগুলি দেখে নিন এক ঝলকে (Top Entertainment News Today)।
মাঝরাত্রে গাড়ি খারাপ, শিলাজিতের কাছে আশ্রয় চাইলেন শ্রীলেখা, তারপর?
গল্পের শুরু মধ্যরাতে। পাহাড়ি পথে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায় শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra)। অন্ধকার, কোথাও যেমন জনবসতির চিহ্নমাত্র নেই। তবে কিছুদূর এগিয়ে যেতেই চোখে পড়ে একবিন্দু আলো। সেদিকেই গিয়ে দরজার কড়া নাড়েন শ্রীলেখা। বেরিয়ে আসেন এক পুরুষ। অগোছালো, রহস্যময়। ক্যামেরা ঘুরলেই অবশ্য স্পষ্ট তাঁর পরিচয়। শিলাজিৎ। মাঝরাতে গাড়ি খারাপ হওয়ায় শিলাজিতের কাছে আশ্রয় চাইলেন শ্রীলেখা! নাহ এই গল্প বাস্তবের নয়, নতুন ছবির। সদ্য মুক্তি পেয়েছে অজিতাভ ভরত (Ajitava Barat) পরিচালিত ছবি 'ভূতে বিশ্বাস করেন'-এর ট্রেলার। তবে এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির দিন। ছবিতে অভিনয় করছেন, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), শিলাজিৎ মজুমদার (Silajit Majumder), অনিন্দ্য পালুক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Banerjee), কুশল চক্রবর্তী (Kushal Chakraborty), বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty), চন্দ্রাণী দাস (Chandrani Das), কুশান আচার্য (Kushan Acharya), সনিয়া সাহা (Sonia Saha), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), দীপাঞ্জন বসাক (Dipanjan Basak), শর্মিষ্ঠা অধিকারী (Sarmishtha Adhikary), পিঙ্কি মজুমদার (Pinaki Majumder), তৃষা সেন (Trisha Sen) ও ইন্দ্রা বন্দ্যোপাধ্যায় (Indra Banerjee)। প্রসেনজিৎ বাকুলি (Prosenjit Bakuli) প্রযোজিত এই ছবি ঘিরে রয়েছে এক গা ছমছমে চিত্রনাট্য।
'মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া?', প্রশ্ন তুললেন শুভশ্রী-
'বাঙালি বাড়িতে মেয়ে মানেই টিচার আর ছেলে মানেই সরকারি চাকরি'.. চিরাচরিত ধারণা। আর সেই ধারণাকেই ফের একবার মনে করিয়ে দিয়ে গেল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-র নতুন ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)। সেইসঙ্গে প্রশ্ন করল, 'মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া?' মুক্তি পেল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত দ্বিতীয় ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)-এর ট্রেলার (Trailer)। নতুন ছবি বৌদি ক্যান্টিন-এর গল্প লিখেছেন অরিত্র সেন। চিত্রনাট্য সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সংলাপ লিখেছেন সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে। তিনিই এই ছবির পরিচালনা করেছেন। রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্প বলবে এই ছবি। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে স্বয়ং পরিচালকেই। এছাড়াও ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।
বন্ধ প্রতীক-সোনামণির ছবির শ্যুটিং, প্রশ্নের মুখে পরমব্রত, সৃজিত, রাহুলের ছবির ভবিষ্যৎও!
২৬ তারিখ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত বন্ধ প্রতীক সেন (Pratik Sen) এবং সোনামণি সাহার (Sonamoni Saha) নতুন ছবি বেহায়া (Behaya)। প্রশ্নের মুখে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে (Loho Gauranger Nam Re), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chateerjee) পরিচালিত 'বারুদ ও আদালত' এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee) পরিচালিত 'কলকাতা ৯৬' -এর ভবিষ্যতও। প্রযোজকের কথায়, 'আমার কাছে হুমকি আসছে, আমি নাকি অনেককে প্রাপ্য টাকা দিইনি। হুমকি ফোন, অকথ্য ভাষা প্রয়োগ পর্যন্ত করা হচ্ছে। তবে এর মধ্যে কোনও রাজনৈতিক যোগ নেই। সম্পূর্ণ ব্যবসায়ীক স্বার্থে ইন্ডাস্ট্রির একদল মানুষ আমার কাজের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের ভয়, আমি ছবি বানালে তা ভালো হবে আর তাদের ব্যবসার ক্ষতি করবে। আমার সঙ্গে যে সমস্ত টেকনিশিয়নরা কাজ করতে চান, তাঁদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি জিনিসপত্র ভেঙে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে। অথচ আমার কাছে কেউ কোনও টানা পান না। যদি টাকা পাওয়ার দাবি করেন, তাহলে আইনের চোখে সেটা প্রমাণ করুন। এই পরিস্থিতির উন্নতি না হলে আমি আর কোনও সিনেমা প্রযোজনা করব না। আপাতত বেহায়ার শ্যুটিং বন্ধ হয়েছে। কিন্তু এই অবস্থা চলতে থাকলে পরমব্রত, রাহুল, সৃজিতের ছবি নিয়েও অন্য পরিকল্পনা নিতে হবে। ইন্ডাস্ট্রি থেকে একজন প্রযোজক হাত তুলে নেওয়া মানে আখেরে দর্শক আর অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়নদেরই ক্ষতি। সেটা কেউ ভাবছে না। এই গুণ্ডাগিরি বন্ধ না হলে কাজ করব না। আমি আইনি ব্যবস্থাও নেব।'
প্রচারের ফাঁকে মঞ্চে আলিয়ার গলায় 'কেশরিয়া', কী করলেন রণবীর?
ইতিমধ্য়েই মুখে মুখে ঘুরছে 'কেশরিয়া' (Kesariya)। 'ব্রহ্মাস্ত্র'-র মুক্তি পাওয়া এখনও পর্যন্ত সবচেয়ে হিট গান এটিই। প্রথম মুক্তি পেয়েছিল এই গানটি। এদিন প্রচারের ফাঁকে আলিয়া গেয়ে ওঠেন কেশরিয়া গানের দুটি লাইন। আলিয়ার কন্ঠ শুনেই উচ্ছাসে ফেটে পড়েন দর্শকেরা। এর আগেও ছবিতে প্লে ব্যাক করেছেন আলিয়া। তবে মঞ্চে প্রিয় অভিনেত্রীকে প্রিয় গান গাইতে দেখে উচ্ছাস স্বাভাবিক। আর রণ
আরও পড়ুন - Sohail Seema Devorce: সোহেল খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী
সুরে বাঁধা 'সীমান্ত' রহস্য, মুক্তি পেল 'সময়' ও 'বন্ধু'-
ইতিমধ্যেই রহস্যের জাল বুনেছে ছবির ট্রেলার। তবে এবার মুক্তি পেল 'সীমান্ত' ছবির ২টি গান। বন্ধু (Bondhu) ও সময় (Samay)। এর মধ্যে বন্ধু গানটি গেয়েছেন অর্কদীপ মিশ্র (Arkadeep Mishra), গানটির মিউজিক কম্পোজ করেছেন বাপ্পাদিত্য শুভ (Bappaditya Subhro)। গানটি লিখেছেন, সুমন মৈত্র (Suman Maitra)। অন্যদিকে অপর গান অর্থাৎ 'সময়' গানটি গেয়েছেন স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhoumik)। এই গানটিরও মিউজিক কম্পোজ করেছেন বাপ্পাদিত্য শুভ (Bappaditya Subhro)। এই গানটিও লিখেছেন, সুমন মৈত্র (Suman Maitra)।
অনুরাগীর সঙ্গে এ কী করলেন হৃত্বিক রোশন! ভিডিও ভাইরাল মুহূর্তে-
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি এক ফিটনেস ব্র্যান্ডের প্রচারে গিয়েছিলেন হৃত্বিক রোশন। হলুদ রঙের টি শার্ট এবং সাদা প্যান্টে তাঁর দিকে থেকে চোখ সরাতে পারছিলেন না উপস্থিত ব্যক্তিরা। সেই ইভেন্ট চলাকালীনই এক ব্যক্তি আচমকা মঞ্চে উঠে আসেন। আর উঠেই হৃত্বিক রোশনের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যেন অভিনেতা তাঁর কাছে ভগবানের মতো। পছন্দের তারকাকে সামনে দেখে অনুরাগীর এমন কাণ্ড হামেশাই দেখা যায়। কিন্তু অনুরাগীর এমন কাণ্ডের পাল্টা হৃত্বিক যা করলেন, তাতেই চোখ কপালে উঠছে নেটিজেনদের। অনুরাগী পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সঙ্গে সঙ্গে হৃত্বিক রোশনও পাল্টা ওই ব্যক্তির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। সোশ্যাল মিডিয়ায় হৃত্বিক রোশনের এই ভিডিও পোস্ট হওয়ার পর তা ভাইরাল হতে সময় নেয়নি। পাশাপাশি তারকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কেউ তাঁকে কমেন্ট করেছেন 'মাটির মানুষ' বলে। কেউ 'ডাউন টু আর্থ', কেউ আবার 'সুইট' তো কেউ অন্য কিছু। মোট কথায়, অনুরাগীর সঙ্গে এমন কাজের জন্য হৃত্বিক রোশনের প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা।
কমেডির জগতে 'পমেডি', নতুন তারকার উদয়-
নীতেশ শেট্টি, ভিগনেশ পাণ্ডে, জয়বিজয় সচন, হিমাংশু ভাভন্ডরকে হারিয়ে 'ইন্ডিয়াস লাফটার চ্যাম্পিয়ন' হলেন রজত সুদ। প্রথম দিন থেকেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তাঁর 'পমেডি'র জন্য। পমেডি মানে বুঝলেন না? পোয়েট্রির সঙ্গে কমেডি মিলিয়ে পমেডি। নতুন কায়দায় দর্শকদের হাসানোর সঙ্গে সঙ্গে তাঁদের মনোরঞ্জন করেন রজত। শো শেষে বিজয়ীর ট্রফি এবং প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা বাড়ি নিয়ে গেলেন।