চলতি বছরে গোবিন্দার সিনেমা আ গয়া হিরো-তে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল পুনমকে।
2/7
পুনম তাঁর অনুরাগীদের কাছে বিষয়টি নিয়ে হতাশ না হওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।
3/7
পুনম আরও বলেছেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁর ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর টিম।
4/7
অ্যাপটিকে গুগল ইনঅ্যাকটিভ করলেও তাতে খুব একটা অখুশি নন পুনম। বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য, ছবি ও ভিডিও পোস্ট করার জন্য পরিচিত মডেল বলেছেন, অ্যাপ লঞ্চ করার পর যে সাড়া পেয়েছি তাতে আমি খুবই খুশি। ১৫ মিনিটেরও কম সময়ে ১৫ হাজার অ্যাপ ডাউনলোড হয়েছে।
5/7
গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি। পুনমের ট্যুইট, গুগল অ্যাপকে ইনঅ্যাকটিভ করে দিয়েছে। কিন্তু অ্যান্ড্রয়েড ইউজাররা ওই অ্যাপ আমার ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন।
6/7
পুনম বলেছেন, আমি জানিনা গুগল এমনটা কেন করল। আমি তো প্লে স্টোরে বিভিন্ন অ্যাডাল্ট ম্যাগাজিন দেখেছি। এটা খুবই মজার ব্যাপার যে, একদিকে যখন গুগল প্লে স্টোর আমার অ্যাপ নিষ্ক্রিয় করে দিয়েছে তখন কিছু অনুরাগীর অভিযোগ, আমি ন্যুড ফটো দিইনি।
7/7
গুগল পুনম পান্ডের বোল্ড অ্যাপটি সাসপেন্ড করেছে। এ খবর নিজেই জানিয়েছেন বলিউড অভিনেত্রী তথা মডেল পুনম। সদ্যই এই অ্যাপ চালু করেছিলেন তিনি। এই অ্যাপের মাধ্যমে বোল্ড কনটেন্ট দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।