এক্সপ্লোর
জুহুতে গাড়িতে ধাক্কা, দুর্ঘটনায় জখম গোবিন্দার ছেলে
সূত্রের খবর, যে গাড়ির সঙ্গে গোবিন্দর ছেলের গাড়ির দুর্ঘটনা ঘটে, সেটি প্রযোজনা সংস্থা যশ রাজের। সেই সংস্থার সঙ্গে ভাল সম্পর্কের খাতিরেই হয়ত থানা-পুলিশ অবধি ব্যাপারটা গড়ায়নি।

মুম্বই: গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম অভিনেতা গোবিন্দার ছেলে যশবর্ধন। বুধবার রাতে ঘটনাটি ঘটে জুহু এলাকায়। গাড়ি চালাচ্ছিলেন গোবিন্দা পুত্র। একটি গাড়ি উলটো দিক থেকে এসে ধাক্কা মারে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান গোবিন্দা। সংবাদমাধ্যমকে যদিও তিনি জানিয়েছেন হর্ষবর্ধনের আঘাত তেমন গুরুতর নয়। বুধবার রাতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন যশবর্ধন। দুর্ঘটনায় হাতে অনেকগুলি জায়গায় চোট পান হর্যবর্ধন। গাড়িরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। সূত্রের খবর, এই বিষয়ে কোনও পুলিশি অভিযোগ দায়ের করেননি গোবিন্দ বা তাঁর ছেলে। অন্য গাড়ির চালকের আঘাতও গুরুতর নয়। সূত্রের খবর, যে গাড়ির সঙ্গে গোবিন্দর ছেলের গাড়ির দুর্ঘটনা ঘটে, সেটি প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের। সেই সংস্থার সঙ্গে ভাল সম্পর্কের খাতিরেই হয়ত থানা-পুলিশ অবধি ব্যাপারটা গড়ায়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















