'Scoop' Series on Netflix: নেটফ্লিক্সে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন হংসল মেহতা, নাম 'স্কুপ'
'Scoop' Series on Netflix: সিরিজে ক্রাইম সাংবাদিক জাগ্রুতি পাঠকের সফরের গল্প তুলে ধরা হবে। অপর সাংবাদিক জয়দেব সেনের হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় জাগ্রুতিকে।
মুম্বই: বেশ জনপ্রিয় হয়েছিল তাঁর শেষ ওয়েব সিরিজ (Web Series)। হংসল মেহতা (Hansal Mehta) পরিচালিত 'স্ক্যাম ১৯৯২' (Scam 1992)। এবার নিজের পরবর্তী কাজ নিয়েও তৈরি হংসল। নেটফ্লিক্সের জন্য তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ 'স্কুপ' (Scoop)।
সিরিজটি জিগনা ভোরার বই 'বিহাইন্ড দ্য বার ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন' (Behind Bars in Byculla: My Days in Prison) থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে। 'স্কুপ' সিরিজটি একটি ক্যারেক্টার ড্রামা হিসেবে তৈরি হয়েছে। সিরিজে ক্রাইম সাংবাদিক জাগ্রুতি পাঠকের সফরের গল্প তুলে ধরা হবে। অপর সাংবাদিক জয়দেব সেনের হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় জাগ্রুতিকে। এবং সেখানে তাঁকে একসময় তাঁরই রিপোর্ট করা কয়েদিদের সঙ্গে দিন কাটাতে হয়। জীবন তোলপাড় হয়ে যায় তাঁর।
View this post on Instagram
সিরিজের ব্যাপারে হংসল মেহতা আরও বলেন, 'জিগনা ভোরার বই পড়তে পড়তে উত্তেজিত হয়ে পড়ি আমি। এবং একপ্রকার বাধ্য মনে হয় নিজেকে পর্দায় এই গল্পটা ফুটিয়ে তুলতে। ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে এবং নেটফ্লিক্সের সঙ্গে এটা আমার প্রথম কাজ হওয়ায় আমি আরও উত্তেজিত।'
তিনি আরও বলেন, 'দুর্দান্ত গল্প তখনই তৈরি করে লাভ হয় যদি সেটা বড় সংখ্যক দর্শকের সামনে তুলে ধরা যায় এবং স্কুপ তেমনই একটি গল্প। নেটফ্লিক্সের সঙ্গে গোটা পৃথিবীর কাছে আমরা এই গল্প তুলে ধরতে পারব।'
তবে ওয়েব সিরিজে কারা অভিনয় করছেন সেই ব্যাপারে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: Mud Mud Ke Song Teaser: মুক্তি পেল 'মুড় মুড় কে' টিজার, অভিনয়ে জ্যাকলিন-মিকেলে