![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Salman Khan Birthday: "এ বছর ভিড় করবেন না", করোনাকালে অনুরাগীদের প্রাক-জন্মদিন বার্তা সলমন খানের
আজ ৫৫ বছরে পা দিলেন, অতিমারীর জেরে জন্মদিন উদযাপনে রাশ টানলেন "সল্লু মিঞাঁ"
![Salman Khan Birthday: Happy Birthday Salman Khan Turns 55 Puts Up Notice Outside His Galaxy Apartments Asks Fans To Not Gather Outside His Home Amidst Coronavirus Salman Khan Birthday:](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/27162232/salman-Khan-PTI.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ফি বছর তাঁর জন্মদিন অনুরাগীদের কাছে হয়ে ওঠে উৎসব। শুভেচ্ছা জানাতে সলমন খানের বাড়ির বাইরে ভিড় করেন অসংখ্য অনুরাগী।
তবে এবার অতিমারীর বছর। তাই জন্মদিন উদযাপনে রাশ টানলেন "দাবাং খান"। তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ফলাও করে নির্দেশিকা টাঙিয়ে জানিয়ে দিয়েছেন, করোনার কথা মাথায় রেখে অনুরাগীরা যেন ভিড় না করেন।
আজই ৫৫ বছরে পা দিচ্ছেন সলমন। বয়স অর্ধ শতক পার করলেও বহু নারীর হৃদয়ে তিনি এখনও যুবক। প্রতি বছর সল্লু মিঞাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা জানাতে ভিড় করেন বহু অনুরাগী।
সলমন খান চলে যান তাঁর পানভেলের ফার্ম হাউসে। সেখানে নাচ-গান-পার্টি, কেক কাটা--- চলে হই-হুল্লোড়। এই দিনটায় তাঁর ভক্ত, অনুরাগীদের কাছের মানুষ হয়ে ওঠেন।
ফার্ম হাউস থেকে বেরিয়ে এসে ফ্যানদের সঙ্গে কেক কাটেন। কিন্তু অতিমারীর বছরে বাড়তি সতর্ক "ভাইজান"। তাই বাড়ির বাইরে ঝুলছে নির্দেশিকা।
সেখানে তিনি লিখেছেন, ’’বছরের পর বছর ধরে ভক্তদের ভালবাসা আমার জন্মদিনে উপচে পড়ে। কিন্তু এ বছর তাঁদের প্রতি আমার একান্ত অনুরোধ অতিমারী এবং সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখে কেউ ভিড় করবেন না। মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। এ বার আমি গ্যালাক্সিতে থাকছি না। উষ্ণ অভিনন্দন।‘‘
’বিগ বস ১৪‘-র সেটে সলমন খানের জন্মদিন পালনের আয়োজন করা হবে। জ্যাকলিন ফার্নান্ডেজ, রবীনা টন্ডন, শাহনাজ গিল-সহ আরও অনেকে থাকবেন বলে জানা গিয়েছে।
বর্তমানে ’অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ‘ ছবির শ্যুটিং করছেন সলমন খান। এই ছবিতে শিখ পুলিস অফিসারের চরিত্রে সলমন খানকে দেখা যাবে বলেই সূত্রের খবর।
২০১৮ সালের মরাঠি নাটক মুলসি প্যাটার্নের রিমেক ’অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ‘। এই ছবির শ্যুটিং শেষ করেই তিনি ’রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই‘ ছবির কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)