![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'Heropanti 2' Trailer: মুক্তি পেল 'হিরোপন্থী টু' ছবির ট্রেলার, হাড় হিম করা লুকে নওয়াজউদ্দিন সিদ্দিকি
বাবলু আর ইনায়ার রোম্যান্স। তার সঙ্গে অ্যাকশন। এবং হাড় হিম করা লুকে হাজির লায়লা ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি। এই ছবিতে টাইগার শ্রফ অভিনীত চরিত্রের নাম বাবলু। এবং তারা সুতারিয়ার অভিনীত চরিত্রের নাম ইনায়া।
!['Heropanti 2' Trailer: মুক্তি পেল 'হিরোপন্থী টু' ছবির ট্রেলার, হাড় হিম করা লুকে নওয়াজউদ্দিন সিদ্দিকি 'Heropanti 2' trailer laced with action and Nawazuddin Siddiqui at his unusual best, know in details 'Heropanti 2' Trailer: মুক্তি পেল 'হিরোপন্থী টু' ছবির ট্রেলার, হাড় হিম করা লুকে নওয়াজউদ্দিন সিদ্দিকি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/17/3b161f4025cccaf192916f4742a44616_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ মুক্তি পেল 'হিরোপন্থী টু' (Heropanti 2) ছবির অফিশিয়াল ট্রেলার। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে টাইগার শ্রফ (Tiger Shroff) এবং তারা সুতারিয়াকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। ট্রেলার মুক্তি পেতেই এই ছবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নেট দুনিয়ায়।
বাবলু আর ইনায়ার রোম্যান্স। তার সঙ্গে অ্যাকশন। এবং হাড় হিম করা লুকে হাজির লায়লা ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। উল্লেখ্য, 'হিরোপন্থী টু' ছবিতে টাইগার শ্রফ অভিনীত চরিত্রের নাম বাবলু। এবং তারা সুতারিয়ার অভিনীত চরিত্রের নাম ইনায়া। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে এই নিয়ে পঞ্চমবার জুটি বাঁধলেন টাইগার শ্রফ। এর আগে এই জুটিকে দেখা গিয়েছে, 'হিরোপন্থী', 'বাগি', ''বাগি ২, 'বাগি থ্রি' ছবিতে। আগামী ২৯ এপ্রিল পবিত্র ইদের দিন মুক্তি পাবে বহু প্রতীক্ষিত 'হিরোপন্থী টু' ছবিটি। সদ্যই ছবির নতুন পোস্টার শেয়ার করেন অভিনেতা। এই ছবিতে যে জমজমাট অ্যাকশন থাকতে চলেছে তা বেশ স্পষ্ট। অজস্র বন্দুকের মুখে ঠান্ডা দৃষ্টি স্থির সামনে। নতুন অবতারে নজর কেড়েছেন টাইগার। খলনায়ক লায়লার চরিত্রে অভিনেতা নওয়াজউদ্দিনকে দেখতে চলেছেন দর্শক।
আরও পড়ুন - The Kashmir Files: ১ দিনে ১৯ কোটি! ১০০ কোটির ক্লাব থেকে আর কত দূরে 'দ্য কাশ্মীর ফাইলস'?
প্রসঙ্গত, কিছুদিন আগেই 'হিরোপন্থী টু' -এর মুক্তির দিন ঘোষণা করে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকেও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। টুইটারে তারা নতুন পোস্টার শেয়ার করে লেখে, 'এবছর ইদে অ্যাকশন আর হিরোপন্থীর পাওয়ার প্যাকেজ আসতে চলেছে।' ২০১৪ সালে মুক্তি পায় 'হিরোপন্থী'। এই ছবিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা গিয়েছিল কৃতী শ্যাননকে। বক্স অফিসে হিট হওয়া এই ছবির সিক্যুয়েল 'হিরোপন্থী টু'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)