Honey Singh: ফের প্রকাশ্যে জনপ্রিয় র্যাপার বাদশা-রাফতারকে কটাক্ষ হানি সিংয়ের, শো'য়ের মাঝেই দর্শকদের কী বললেন ?
Honey Singh Takes a Dig: এই শো চলাকালীন হানি সিং দর্শকদের উদ্দেশে বলেন, 'একটা শায়েরি শোনাই, ভিডিয়ো পেয়ে যাবেন, ওকে ট্যাগও করে দেবেন। আগের বছর আমার ভাগ্য অনেকের ঝুটা গর্ব, আত্মম্ভরিতা ভেঙে দিয়েছে।'

মুম্বই: প্রচুর কনসার্ট এবং শো নিয়ে ব্যস্ত এখন জনপ্রিয় র্যাপার হানি সিং। মুম্বইতে গতকাল রাতেই একটি কনসার্ট (Honey Singh) করেছেন তিনি আর সেখানে তাঁকে দেখতে ভিড় করেছিলেন লক্ষ লক্ষ মানুষ। এই শো-তেই আরেক জনপ্রিয় র্যাপার বাদশা (Badshah) এবং একইসঙ্গে রাফতারকে নাম না করেই কটাক্ষ করেন হানি সিং। প্রকাশ্য মঞ্চেই হানি সিং বলেন, 'ও আমার ভাগ্য কি লিখবে, ওকে তো ফের কামব্যাক করতে হবে'।
কোনও সংকোচ না করেই আক্রমণ
এই মুম্বইয়ের শো শুরু করেছিলেন হানি সিং নিজের অনুরাগীদের অজস্র ধন্যবাদ জানিয়ে, তবে এই সময়ই তিনি প্রকাশ্য মঞ্চে বলেন, 'কিছু লোক আমাকে বলে যে সে আমার ভাই। কেউ কেউ আবার বলে যে আমি কখনও আর কামব্যাক করতে পারব না। সে নাকি আমার গানও লিখে দিয়েছে। আর এই কারণে তারাই নাকি আমার ভাগ্য লিখে দেবে।' এরপরে হানি সিং একটি শায়েরী বলেন এবং কোনও নাম না করেই বাদশাহ আর র্যাপার রাফতারকে কটাক্ষ করেন, বিদ্রুপ করেন।
'মাফিয়া মুন্ডি'র সদস্য ছিলেন হানি সিং ও বাদশা
এই শো চলাকালীন হানি সিং দর্শকদের উদ্দেশে বলেন, 'একটা শায়েরি শোনাই, ভিডিয়ো পেয়ে যাবেন, ওকে ট্যাগও করে দেবেন। আগের বছর আমার ভাগ্য অনেকের ঝুটা গর্ব, আত্মম্ভরিতা ভেঙে দিয়েছে। এবার তোকে কামব্যাক করতে হবে।' আদপে হানি সিং এবং বাদশার মধ্যেকার এই বিবাদ বহুকাল আগে থেকেই চলছে। এরা দুজনেই হিপ-হপ গ্রুপ 'মাফিয়া মুন্ডির'-এর সদস্য ছিলেন বছর দুয়েক আগে। কিন্তু পরে তারা আলাদা হয়ে যান। আর সেই সময় থেকেই কনসার্টে কনসার্টে উভয়ের বাকযুদ্ধ শুরু হয়। আগের বছর সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে হানি সিং বলেছিলেন, '১০ বছর ধরে একজন মানুষ তাঁকে অবিরত বিদ্রুপ করে আসছে, কটাক্ষ করে আসছে। আমাকে নিয়ে গান বানাচ্ছে সে। আমার অসুস্থতাকে বিদ্রুপ করেছে। আমি কিছুই বলিনি। এই বছর ২০২৪ সালে এসে আমি কিছু বলতে শুরু করেছি। আর সেটাও আমার অনুরাগীদের কথা ভেবেই'।
শনিবার রাতেই হানি সিং ২০২৫ সালের 'মিলিওনেয়ার ইন্ডিয়া ট্যুর' শুরু করেন। আর তার প্রথম দিনে মুম্বইতে গিয়েই অনুরাগীদের মন জয় করেছেন তিনি। সমাজমাধ্যম ভরে গিয়েছে হানি সিংয়ের পারফরম্যান্সের বেশ কিছু ভিডিয়োতে।






















