এক্সপ্লোর
ভিডিওয় দেখুন, কীভাবে প্রস্থেটিক মেকআপের সাহায্যে 'ছপাক'-এ মালতী হয়ে উঠলেন দীপিকা
মানসিক দিক থেকে এক অ্যাসিড আক্রান্ত তরুণীকে বোঝাও যেমন কঠিন ছিল, তেমনই সোজা ছিল না প্রস্থেটিক মেক আপ করে নিজেকে চরিত্রোপযোগী করে তোলা। সেই জার্নিটা এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দীপিকা নিজেই।

মুম্বই: ১৫ বছরের কিশোরীর ‘অপরাধ’ ছিল প্রেম প্রত্যাখ্যান করেছিলেন। ৩২ বছরের নঈমের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ‘না’ বলার প্রতিশোধ নিতে লক্ষ্মীর মুখে অ্যাসিড ছুড়েছিল নঈম। দিল্লির খান মার্কেটের খোলা রাস্তায়, প্রকাশ্য দিনের বেলায়। সেই ঘটনা এখন কারও অজানা নয়। সৌজন্যে, দীপিকার 'ছপাক'। লক্ষ্মীর চরিত্রটির পর্দার নাম মালতী। দীপিকার মালতী হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না। মানসিক দিক থেকে এক অ্যাসিড আক্রান্ত তরুণীকে বোঝাও যেমন কঠিন ছিল, তেমনই সোজা ছিল না প্রস্থেটিক মেক আপ করে নিজেকে চরিত্রোপযোগী করে তোলা। সেই জার্নিটা এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দীপিকা নিজেই।
ওই মেকিং-এর ভিডিওটি শুরু হয়েছে, পর্দার মালতী ও বাস্তবের লক্ষ্মীর সাক্ষাৎ দিয়ে। তারপর কখনও দীপিকা, কখনও মেঘনা গুলজার, ভাগ করে নিয়েছেন তাঁদের 'ছপাক' জার্নির কথা। কেন দীপিকাকেই লক্ষ্মীর চরিত্রে বেছে নিলেন মেঘনা? কীভাবেই বা প্রস্থেটিক মেকআপ শিল্পী দীপিকার মধ্যে ফুটিয়ে তুললেন লক্ষ্মীকে। এইসবকিছু জানা যাবে এই ভিডিও থেকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
খবর
Advertisement
