Hrithik Roshan: রোশন পরিবারে রাখী বন্ধন উৎসব, কে পরিচালনা করলেন জানেন?
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাখী বন্ধন উৎসবের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। আর সেই সমস্ত ছবি কে তুলেছেন, তা বলার থেকে বলা ভালো, কে পরিচালনা করেছেন জানেন?
![Hrithik Roshan: রোশন পরিবারে রাখী বন্ধন উৎসব, কে পরিচালনা করলেন জানেন? Hrithik Roshan recreates Raksha Bandhan pic with sister Sunaina and cousins, Saba Azad takes credit for 'directing them', know in details Hrithik Roshan: রোশন পরিবারে রাখী বন্ধন উৎসব, কে পরিচালনা করলেন জানেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/f707f14e991554eebd7e9e993a248a121660244530035214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ রাখী বন্ধন উৎসব। সারা দেশজুড়ে পালিত হচ্ছে এই উৎসব। সাধারণ মানুষ থেকে তারকারা রাখী বন্ধন উৎসবে মেতে রয়েছেন। উৎসবের আয়োজন হয়েছিল রোশন পরিবারেও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাখী বন্ধন উৎসবের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন (Hrithik Roshan)। আর সেই সমস্ত ছবি কে তুলেছেন, তা বলার থেকে বলা ভালো, কে পরিচালনা করেছেন জানেন?
রোশন পরিবারের রাখী বন্ধন উৎসব পরিচালনা করলেন কে?
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন হৃত্বিক রোশন। তাঁর এবং তাঁর বোন সুনয়নার টিন এজ বয়সের বেশ কিছু থ্রোব্যাক ছবি প্রকাশ্যে এনেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন তাঁদের তুতো ভাই বোন পশমিনা রোন এবং এহসান রোশনও। তার সঙ্গে আজসের বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। চার ভাই বোনের টিন এজ বয়সের সেই রাখী বন্ধন উৎসবের সঙ্গে আজকের রাখী বন্ধন উৎসবের ছবিতেও মিল এসেছে। দেখা যাচ্ছে তেমনটাই। আর গোটাটা পরিচালনা করার কৃতিত্ব হৃত্বিক দিয়েছেন তাঁর প্রেমিকা সাবা আজাদকে (Saba Azad)। রোশন পরিবারের যেকোনও অনুষ্ঠানেই যে এখন তিনি বেশ উপভোগ করছেন সকলের সঙ্গে, তা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন - Kareena Kapoor Khan: কোন জাদুতে ২২ বছর বলিউডে অভিনয় করছেন? এতদিনে সত্যিটা সামনে আনলেন করিনা
প্রসঙ্গত, হৃত্বিক রোশনের সঙ্গে অভিনেত্রী - গায়িকা সাবা আজাদের সম্পর্ক বেশিদিনের নয়। কিছুদিন আগেই তাঁদের একসঙ্গে রেস্তোরাঁয় দেখা যায়। সম্পর্কের গুঞ্জন রটলেও তাঁরা কাজের বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। যদিও পরবর্তী ক্ষেত্রে জল অনেকদূর গড়িয়েছে। বিদেশে একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে বাড়িতে একসঙ্গে সময় কাটানোর ক্যামেরাবন্দি মুহূর্ত নানা সময়ে প্রকাশ্যে এসেছে। হৃত্বিকের পরিবারের সঙ্গে যে সাবা আজাদ বেশ ভালোই নিজেকে মানিয়ে নিয়েছেন, তা একাধিক সময়ে ধরা পড়েছে। এবার রাখী বন্ধন উৎসবেও তাঁর 'পরিচালনা' নজর কাড়ল। আর তা প্রকাশ্যে আনলেন স্বয়ং অভিনেতাই।
'কহো না পেয়ার হ্যায়' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় হৃত্বিক রোশনের। প্রথম ছবি থেকেই তিনি হিট। মাঝে বহু ছবিতে তিনি অভিনয় করে ফেলেছেন। হৃত্বিক রোশনকে শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সেফ আলি খান। এছাড়াও দীপিকা পাড়ুকোনের বিপরীতে 'ফাইটার' ছবিতে অভিনয় করবেন তিনি। জানা যাচ্ছে, সেটি মুক্তি পাবে আগামী বছর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)