Independence Day: স্বাধীনতা দিবসে অনুরাগীদের জন্য সারপ্রাইজ! নিজের কণ্ঠে গান গেয়ে পোস্ট হৃত্বিক রোশনের
Independence Day 2022: ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দেন। কমেন্ট করেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজ্যান খান।
নয়াদিল্লি: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন গান প্রকাশ করলেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। 'হিন্দুস্তান মেরি জান' ('Hindustan Meri Jaan')। আর এই গানে নিজেই কণ্ঠ দিয়েছেন অভিনেতা। ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে নিজের নতুন কাজ।
গায়ক হৃত্বিক রোশন
ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের কণ্ঠে গাওয়া গান আপলোড করলেন অভিনেতা। হৃত্বিক রোশন ক্যাপশনে লেখেন, 'অনুভব করেছি। গেয়েছি। কিছু শট পরপর সাজিয়ে উপস্থাপন করলাম। হেডফোনে বেশি ভাল শোনাবে যদিও তাতে খারাপ গাওয়া ভাল হয়ে যাবে না। আশায় এবং স্বাধীনতার প্রকৃত চেতনায় নিবেদিত। প্রতিটি একক ব্যক্তির জন্য স্বাধীনতা। ধন্যবাদ জ্যাকি ভগনানি তোমার সৃষ্টি আমাকে ব্যবহার করতে দেওয়ার জন্য।'
একইসঙ্গে তিনি ধন্যবাদ জানান টাইগার শ্রফকে। তিনি লেখেন, 'আমার মানুষ টাইগার শ্রফকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। তোমাকে অনুসরণ করছি।'
ভিডিওতে, ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়াবিদদের ভারতের প্রতিনিধিত্বকারী টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে, অংশ নিতে এবং জিততে দেখা যায়। মিউজিক ভিডিওতে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর ঝলক দেখানো হয়েছে।
View this post on Instagram
ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দেন। কমেন্ট করেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজ্যান খান। লেখেন, 'ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। দারুণ। সবসময়ে অনুপ্রেরণা দাও তুমি আমাদের, নতুন নতুন ভাবে। দুর্দান্ত।'
রাকেশ রোশন, পিঙ্কি রোশনও শুভেচ্ছা জানিয়েছেন। হৃত্বিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদও হার্ট ইমোজি কমেন্ট করেছেন।
আরও পড়ুন: Kiara-Sidharth New Movie: 'শেরশাহ'র পর ফের জুটিতে সিদ্ধার্থ-কিয়ারা, আসছে নতুন প্রেমকাহিনি
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, হৃত্বিক রোশনকে দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে, সেফ আলি খানের সঙ্গে। আর মাধবন ও বিজয় সেতুপতি অভিনীত তামিল ছবির হিন্দি রিমেক এটি। এছাড়া দীপিকা পাড়ুকোন, অনিল কপূরের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবিতেও দেখা যাবে তাঁকে।