Iman Chakraborty Update: শান্তিনিকেতনের পথে ইমন চক্রবর্তী, স্টিয়ারিং হাতে ব্যক্ত করলেন ভালবাসার কথা
Iman Chakraborty Update: গাড়ি চালাতে চালাতে হঠাৎ গান ধরলেন, 'গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায়ে রে...'। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ইমন মাঝে মধ্যেই কিছু না কিছু পোস্ট করেন।
কলকাতা: হাতে স্টিয়ারিং, গলায় 'গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ...'। বোলপুরের পথে পাড়ি দিলেন ইমন চক্রবর্তী। সঙ্গে তাঁর গানের দল। মনের সুখে গাড়ি চালিয়ে বহুদিন পর শান্তিনিকেতন যাচ্ছেন গায়িকা। নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সেই কথা জানালেন ইমন।
গাড়ি চালাতে চালাতে হঠাৎ গান ধরলেন, 'গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায়ে রে...'। একই সঙ্গে বলতে শুরু করলেন, 'কত্তদিন পরে... মনে হয় শেষ এক-দেড় বছর আমি শান্তিনিকেতনে আসতে পারিনি। এটা আমার কাছেই খুব অদ্ভুত লাগে যে আমি শান্তিনিকেতনে দেড় বছর আসিনি।' তাই তো অনুষ্ঠানের ডাক আসতেই সদলবলে রওনা দিয়েছেন খোয়াইয়ের উদ্দেশে। এদিন ভিডিও পোস্ট করে শান্তিনিকেতন, খোয়াইয়ের প্রতি তাঁর ভালবাসার প্রকাশ করলেন গায়িকা।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ইমন মাঝে মধ্যেই কিছু না কিছু পোস্ট করেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন গায়িকা ইমন চক্রবর্তী। পরিচয় করান চন্দননগরের 'ইন্টারসিটি ধাবা'-র অন্যতম আকর্ষণীয় আইটেম 'প্রাক্তন'-এর সঙ্গে। ধাবার বয়স মাত্র কয়েক মাস।
আরও পড়ুন: New Song Release: 'মায়াবী চাঁদের রাতে' প্রেম-বন্ধুত্বের গল্প নিয়ে হাজির যীশু ও শোলাঙ্কি
পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ দাশগুপ্ত পরিচালিত ছবি 'প্রাক্তন'-এ অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিত আঢ্য প্রমুখ। ছবির বেশিরভাগ অংশই শ্যুট হয়েছিল একটি ট্রেনের কামরার মধ্যে। চন্দননগরের যে ধাবায় ভিডিও করেন ইমন, সেটিও ওই ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি। ধাবায় বসানো বিশাল একটা ট্রেনের আদলে তৈরি কাঠামো। এমনকী সেই কামরার ভিতরে 'প্রাক্তন' ছবির একটি সিনের পোর্ট্রেটও রয়েছে। সেটিরও ছবি শেয়ার করেন গায়িকা।